এক্সপ্লোর
Advertisement
পঞ্চম টেস্ট নেগেটিভ, শারীরিক অবস্থার উন্নতি কণিকা কপূরের
অবশেষে স্বস্তি। বলিউড গায়িকা কণিকা কপূরের পঞ্চম টেস্ট নেগেটিভ। এই খবরে স্বাভাবিকভাবেই পরিবারের সদস্য ও অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। যদিও, আরও কিছুদিন হাসপাতালেই থাকতে হবে ‘বেবি ডল’ গানের শিল্পীকে।
নয়াদিল্লি:অবশেষে স্বস্তি। বলিউড গায়িকা কণিকা কপূরের পঞ্চম টেস্ট নেগেটিভ। এই খবরে স্বাভাবিকভাবেই পরিবারের সদস্য ও অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। যদিও, আরও কিছুদিন হাসপাতালেই থাকতে হবে ‘বেবি ডল’ গানের শিল্পীকে। এর আগে করোনাভাইরা আক্রান্ত কণিকার চতুর্থ টেস্টও পজিটিভ এসেছিল। তিনি বর্তমানে লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি রয়েছেন। বেশ কিছুদিন ধরেই এই হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে,চিকিত্সকরা সংক্রমণ এখনও রয়ে গিয়েছে কিনা, তা জানতে ফের পরীক্ষা করে দেখবেন। চিকিত্সকরা জানিয়েছেন, গত কয়েকদিনে কণিকার শারীরিক অবস্থার ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে। তাঁর জ্বর, কাশি ও সর্দির লক্ষ্মণ নেই। শনিবার কণিকার প্রথবার টেস্ট নেগেটিভ এসেছে।
উল্লেখ্য, গত ৯ মার্চ লন্ডন থেকে মুম্বইতে ফিরেছিলেন কণিকা। এর দুই দিন পর লখনউ-তে এসে বেশ কয়েকটি পার্টিতে যোগ দেন তিনি। তাঁর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে উত্তরপ্রদেশে কয়েকটি এফআইআর দায়ের হয়েছে।
১৯৯৭-এ মাত্র ১৮ বছর বয়সে অনাবাসী ব্যবসায়ী রাজ চন্ডোকের সঙ্গে বিয়ে হয়েছিল কণিকার। রাজ ও কণিকার তিন সন্তান। কিন্তু ২০১২-তে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ‘চিটিয়া কালাইয়া’ (রয়), ‘দেশি লুক’ (এক পহেলি লীলা), ‘লাভলি’ ( হ্যাপি নিউ ইয়ার)-এর মতো বেশ কিছু গানে তিনি কণ্ঠ দিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement