Bachchan Pandey: ভরপুর অ্যাকশন, কৃতি, জ্যাকলিনের উপস্থিতিতে জমজমাট অক্ষয়কুমারের 'বচ্চন পাণ্ডে'-র ট্রেলার
মুক্তি পেল অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে'-র ট্রেলার। ছবিতে অক্ষয়কুমার ছাড়াও নায়িকা হিসেবে দেখা যাবে কৃতি শ্যানন ও জ্যাকলিন ফার্নান্ডেজকে।
মুম্বই: তাঁর একটা চোখ পাথরের। নৃশংস এই খুনি খুন করে কেবল মজা লাগে বলে! 'বচ্চন পাণ্ডে'-র ট্রেলার এক নিঃশ্বাসে দেখে ফেলতে পারলেও একাধিকবার গা কেঁপে উঠতে বাধ্য। মুক্তি পেল অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে'-র ট্রেলার। ছবিতে অক্ষয়কুমার ছাড়াও নায়িকা হিসেবে দেখা যাবে কৃতি শ্যানন ও জ্যাকলিন ফার্নান্ডেজকে।
সদ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'বচ্চন পাণ্ডে' ছবির নতুন পোস্টার (Bachchan Pandey New Poster) শেয়ার করেছেন অক্ষয় কুমার। নতুন পোস্টারে রুক্ষ চেহারায় দেখা যাচ্ছে অভিনেতাকে। পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'একটা চরিত্রে এত বৈচিত্র রয়েছে, যা একটা রঙের দোকানেও থাকে না। বচ্চন পাণ্ডে আপনাকে ভয় দেখানো, হাসানো, কাঁদানো সব কিছুর জন্য তৈরি। দয়া করে আপনাদের ভালোবাসা দিন। আগামী ১৮ ফেব্রুয়ারি এই ছবির ট্রেলার মুক্তি পাবে।' অক্ষয় কুমারের নতুন লুকে তাঁকে নীল চোখ, মুখে রাগের অভিব্যক্তি এবং হেড গিয়ার পরে দেখা যাচ্ছে। 'বচ্চন পাণ্ডে' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্শি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংহকে।
আজ মুক্তি পেয়েছে 'বচ্চন পাণ্ডে' ছবির ট্রেলার। তার ঠিক একমাস পর অর্থাৎ ১৮ মার্চ মুক্তি পাবে এই ছবি। এই ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। 'বচ্চন পাণ্ডে' পরিচালনা করছেন ফারহাদ সামজি। রঙের উৎসবে মুক্তি পাবে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত 'বচ্চন পাণ্ডে'।
আরও পড়ুন: Coke Studio Bangla: 'একলা চলো রে' দিয়েই পথ চলা শুরু, প্রত্যাশা বাড়াচ্ছে কোক স্টুডিও বাংলা
সদ্য জওয়ানদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন অক্ষয়কুমার। আলোচনা করেন তাঁদের জীবনযাত্রা, সুবিধা-অসুবিধা নিয়ে। বলিউড তারকাকে হঠাৎ নিজেদের মধ্যে পেয়ে আপ্লুত সবাই। সবুজ হুডিতে বলি নায়ক যেন তাঁদের পরিবারেই একজন। শুধু কী তাই? জওয়ানদের সঙ্গে ভলিবল খেলতেও দেখা যায় অক্ষয়কুমারকে। বলিউডের খিলাড়ির ফিটনেস প্রশ্নাতীত। দেহরাদূনের ভলিবল মাঠে জওয়ানদের সঙ্গে গা ঘামালেন তারকা। কেবল খেলা নয়, রীতিমতো ভলিবল ম্যাচ হল। সবুজ হুডিতে তারকাদ্যুতি ছড়িয়ে খেলায় মাতলেন অক্ষয়। তাঁকে পেয়ে যেন দ্বিগুণ উদ্দমে খেলায় মাতলেন জওয়ানরা। কড়া ডিউটির মধ্যেও যেন একটুকরো ছুটির আমেজ।