Bachchan Pandey Release Date: ১৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয়-কৃতীর 'বচ্চন পাণ্ডে'
Bachchan Pandey Release Date: ঘোষণার পর থেকেই 'বচ্চন পাণ্ডে' নিয়ে সকলে আলোচনা করছে। কৃতী এবং অক্ষয়ের সঙ্গে জয়সলমিরে ছবির একাংশ শ্যুটিংয়ও হয়েছে। ছবিতে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও।
নয়াদিল্লি: মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হল অক্ষয় কুমারের (Akshay Kumar) বহু প্রতীক্ষিত ছবি 'বচ্চন পাণ্ডে'র (Bachchan Pandey)। মুখ্য ভূমিকায় দেখা যাবে, অক্ষয় কুমার ও কৃতী শ্যাননকে (Kriti Sanon)। ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে ছবি মুক্তির তারিখ ২০২২ সালের ৪ মার্চ থেকে পিছিয়ে ১৮ মার্চ করে দেওয়া হবে। অর্থাৎ অক্ষয় কুমার ও কৃতী শ্যাননের জুটি এবার দর্শকদের মনোরঞ্জন করতে আসছে দোলের (Holi) সময়। ছবির নতুন দুটো পোস্টার শেয়ার করেন খিলাড়ি। সেই সঙ্গে ঘোষণা করলেন মুক্তির নতুন তারিখ। এই অ্যাকশন - কমেডি ঘরানার ছবিতে অক্ষয়ের লুক দেখে আরও উচ্ছ্বসিত অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় এদিন পোস্ট করেন অক্ষয় কুমার। নতুন পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন, 'অ্যাকশন (Action), কমেডি (Comedy), রোম্যান্স (Romance), ড্রামা (Drama) সব নিয়ে এই হোলিতে!' সাজিদ নাদিয়াদওয়ালার ছবি 'বচ্চন পাণ্ডে' প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৮ মার্চ ২০২২।
View this post on Instagram
প্রথম পোস্টারে বেশ রাফ-টাফ লুকে দেখা যাচ্ছে অভিনেতাকে। সঙ্গে পিঠের ব্যাগে রয়েছে একটি রাইফেল। মাথায় ব্যান্ডানা। অপর পোস্টারে লোকভর্তি এক ট্র্যাক্টরের মাথায় বসে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। সকলের হাতে অস্ত্র।
ঘোষণার পর থেকেই 'বচ্চন পাণ্ডে' নিয়ে সকলে আলোচনা করছে। কৃতী এবং অক্ষয়ের সঙ্গে জয়সলমিরে ছবির একাংশ শ্যুটিংয়ও হয়েছে। ছবিতে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। ছবির পরিচালনার দায়িত্বে ফারহাদ সামজি।