(Source: ECI/ABP News/ABP Majha)
'Tiger 3' Update: করোনার থাবা, শ্যুটিং স্থগিত সলমন-ক্যাটরিনার বহু প্রতীক্ষিত 'টাইগার ৩' ছবির
'Tiger 3' Update: 'টাইগার ৩' ছবিটি সলমন খানের জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এই ছবিতে দেখা যাবে সলমন ও ক্যাটরিনা কাইফকে। ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ হানা দিয়েছে একাধিক বলি তারকার পরিবারে।
নয়াদিল্লি: এই নিয়ে তৃতীয়বার। দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ এবং ফের বাধাপ্রাপ্ত সিনেমা জগৎ। বাধা পড়েছে বলিউডের একাধিক ছবির কাজেও। গত কয়েক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে, বেশ কয়েকটি সিনেমা তাদের মুক্তি স্থগিত করেছে। সলমন খানের (Salman Khan) আগামী বহু প্রতীক্ষিত অ্যাকশন ছবি 'টাইগার ৩'-এর (Tiger 3) শ্যুটিংও একই কারণে বন্ধ হয়ে গেছে। ১২ জানুয়ারি থেকে দিল্লিতে (New Delhi) একটি বিস্তৃত অংশের শ্যুটিং করার কথা ছিল ছবির টিমের। তবে অবশ্যই বর্তমান পরিস্থিতিতে তা একেবারেই সম্ভব হচ্ছে না।
সূত্রের খবর, 'এই সময়টা বড় আউটডোর শ্যুটিং প্ল্যান করার জন্য সঠিক নয়। ওমিক্রন আতঙ্ক সত্যিই জাঁকিয়ে বসেছে এবং এই সময় ছবির নির্মাতারা সচেতন হওয়ার পথ বেছে নিয়েছেন, এটাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ। ১২ জানুয়ারি থেকে টানা যে কঠিন ১৫ দিনের শ্যুটিং শিডিউল করা ছিল সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে ভারতে করোনা সংক্রমণের বৃদ্ধির কথা মাথায় রেখে এবং অবশ্যই দিল্লির অবস্থা ভেবেও। এই শিডিউলটা পরে প্ল্যান করে করা হবে।'
'টাইগার ৩' ছবিটি সলমন খানের জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এই ছবিতে আরও একবার জুটি বাঁধতে দেখা যাবে সলমন ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)।
ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ হানা দিয়েছে একাধিক বলি তারকার পরিবারে। একের পর এক আক্রান্ত হয়েছেন করিনা কপূর খান, অমৃতা অরোরা, অর্জুন কপূর, রিয়া কপূর। আক্রান্ত হয়েছেন সোনু নিগম। বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়াও করোনা আক্রান্ত।
গতকালই খবর মেলে করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)। বর্ষীয়ান অভিনেত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি লেখেন, 'আন্দাজ করুন আমি কী পেয়েছি। সাত নম্বরের লাকি বেড। মারাত্মক জ্বর এবং গলার বিভিন্ন সমস্যা রয়েছে। কিন্তু তারমধ্যেও গোয়ায় আমার অসাধারণ টিম খুব ভাল কাজ করছে। আশা করছি আর কয়েকদিনের মধ্যেই বাড়ি যাওয়ার অনুমতি পাব। যাতে নিজেকে সেখানে আইসোলেশনে রাখতে পারি।'