এক্সপ্লোর
Advertisement
দিয়েছেন রয়্যালটির ভাগ, এবার রতন কাহারের সঙ্গে গান রেকর্ড করতে চান বাদশা
লোকশিল্পী রতন কাহারকে পাঁচ লক্ষ টাকা দিলেন বাদশা। সঙ্গে প্রবীণ শিল্পীর সঙ্গে একটি গান রেকর্ড করার কথাও বলেছেন বাদশা।
কলকাতা: করোনা প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। তারই মাঝে শিরোনামে উঠে এলেন বাদশা। লোকশিল্পী রতন কাহারকে পাঁচ লক্ষ টাকা দিলেন তিনি। সঙ্গে প্রবীণ শিল্পীর সঙ্গে একটি গান রেকর্ড করার কথাও বলেছেন বাদশা।
বড় লোকের বিটি লো... গানটি জন্ম নিয়েছিল ৭০-এর দশকে বাংলার লোকশিল্পী রতন কাহারের কলমে। খুবই জনপ্রিয় হয়েছিল এই গান। সম্প্রতি এই গানটিই গেয়েছেন বাদশা। তাঁর সঙ্গে গানের ভিডিওতে বাঙালি সাজে নাচতে দেখা গিয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। তবে শুরুতে গানটির স্রষ্টা রতনের কৃতজ্ঞতা স্বীকারই করেননি বাদশা। অবশেষে সোশ্যাল মিডিয়ায় একের পর এক সমালোচনা ও কটাক্ষের জেরে ঋণ স্বীকার করেন তিনি। বাংলার প্রবীণ শিল্পীকে পাঁচ লক্ষ টাকাও রয়্যালটি বাবদ দেন বাদশা।
এবার বাদশা জানিয়েছেন, লকডাউন উঠলেই ব্যক্তিগতভাবে রতন কাহারের সঙ্গে দেখা করে একটি গান রেকর্ড করবেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাদশা বলেছেন, ‘সত্যিই যদি আমরা গান চুরি করতাম তাহলে এতদিনে আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হত। আসল গানটি এর আগেও বহুবার রিক্রিয়েট করা হয়েছে। বাংলা ছবিতেও এই গান বহুবার ব্যবহার করা হয়েছে। কখনওই রতন কাহারকে কৃতজ্ঞতা জানানো হয়নি। এটা খুবই দুঃখের। একজন শিল্পীর অন্যতম রোজগারের পথ তো রয়্যালটি। আমি এই গান থেকে অর্জন করা রয়্যালটির অর্ধেক ওঁর সঙ্গে ভাগ করে নিতে চাই। ওঁর সঙ্গে একটি গানও রেকর্ড করতে চাই।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement