Ballabpurer Rupkotha: 'অনির্বাণের ভালবাসা ফুটে ওঠে কাজে', 'বল্লভপুরের রূপকথা' দেখে উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী
Chanchal Chowdhury: 'অনির্বাণ একজন ভীষণ প্রতিভাবান অভিনেতা আর পরিচালক। ও আমার ভাইয়ের মতোই। আমার মনে হত, যাই হয়ে যাক, ছোট বাবুর ছবি আমায় থিয়েটারে গিয়ে দেখতেই হবে'
কলকাতা: এখনও দর্শক মজে 'বল্লভপুরের রূপকথা'-য়। বড়পর্দার পরে ওয়েব পর্দাতেও মুক্তি পেতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। কিন্তু, বড়পর্দার আমেজ বোধহয় মিস করতে চাননি অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। আর তাই, ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন অভিনেতা। 'ছোট বাবু'-র ছবি দেখে কী বললেন 'বড় বাবু'?
এর আগে একটি সাক্ষাৎকারে অনির্বাণ ও চঞ্চল বলেছিলেন, একে অপরকে বড় বাবু ও ছোট বাবু বলে ডাকেন তাঁরা। 'মন্দার' তৈরি করা সময় সুযোগ থাকা সত্ত্বেও কাজ করা হয়নি একসঙ্গে। তবে অনির্বাণের পরিচালনা দেখে উচ্ছ্বসিত চঞ্চল। অভিনেতা বলছেন, 'অনির্বাণ একজন ভীষণ প্রতিভাবান অভিনেতা আর পরিচালক। ও আমার ভাইয়ের মতোই। আমার মনে হত, যাই হয়ে যাক, ছোট বাবুর ছবি আমায় থিয়েটারে গিয়ে দেখতেই হবে। কাজ নিয়ে অনির্বাণের যে ভালবাসা আর স্নেহ আছে, সেটা ওর কাজের মধ্যে দিয়েই ফুটে ওঠে। এই ছবিটা দেখাই একটা ভীষণ ভাল অভিজ্ঞতা, আমার মনে হয় সবার এই ছবিটা দেখা উচিত। মন ভাল করে দেওয়ার মতো একটা ছবি।'
আরও পড়ুন: Tunisha Sharma Suicide Case: জেলে চুল রাখার অনুমতি পেলেন শিজান খান, বাড়ানো হল নিরাপত্তাও
বড় বাবু তাঁর ছবি দেখেছেন, উচ্ছ্বসিত অনির্বাণ বলছেন, 'চঞ্চলদার কথা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। যবে থেকে আমি ওঁর অভিনয় দেখেছি, ওঁর কাজ আমার ভীষণ ভাল লাগে। এখন প্রত্যেকেও ওর কাজের প্রশংসা করছেন। হওয়াই উচিত। মঞ্চেও ওঁর অভিনয় অসাধারণ। চঞ্চলদার প্রশংসা 'বল্লভপুরের রূপকথা' -র মুকুটে যেন আরও একটা পালক যোগ করল।'
১৩ তারিখ 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বল্লভপুরের রূপকথা।