![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pori Moni: হাসপাতালে ভর্তি পরীমণি, চ্যানেল করা হাতে আদর ছেলেকে
Pori Moni Hospitalized: ফের কালো মেঘের আড়ালে গেল সূর্য। ফের হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। সঙ্গে রয়েছে ছেলে। কী হল হঠাৎ বাংলাদেশের বিতর্কিত এই নায়িকার ?
![Pori Moni: হাসপাতালে ভর্তি পরীমণি, চ্যানেল করা হাতে আদর ছেলেকে Bangladeshi Film Actress Pori Moni hospitalized Pori Moni: হাসপাতালে ভর্তি পরীমণি, চ্যানেল করা হাতে আদর ছেলেকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/14/2876b218fe5a5a1d1cb4cbbdde299a8c1697288797615484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অক্টোবরে শরৎ-র ছোঁয়াতেও নেই শান্তি। আবহাওয়া যখন একটু একটু করে বদলাচ্ছে, ঠিক তখনই ছেলেকে নিয়ে কঠিন সময় কাটাচ্ছেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি (Pori Moni)। বিরহ-তে যতই 'রহ' কথাটা থাক, বিচ্ছেদে সেই সুযোগটুকুও নেই। স্বামীকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে শান্তির খোঁজেই ছিলেন অভিনেত্রী। কিন্তু কোথায় কী ? ফের কালো মেঘের আড়ালে গেল সূর্য। ফের হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। সঙ্গে রয়েছে ছেলে। কী হল হঠাৎ নায়িকার ?
হাসপাতালে ভর্তি পরীমণি
ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন তিনি। চ্যানেল করা হাত দিয়ে আদর একরত্তিকে। আর সঙ্গে খানিকটা হতাশ হয়েই লেখা, 'আমার জীবনের শান্তি ! I am blessed to have bajaan !.. এবং শেষটায় লেখা,' হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল , দোয়া করবেন।' প্রসঙ্গত, একুশের অক্টোবরে বিয়ে করেছিলেন পরীমণি। যদিও সেসময় অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। বাইশের অগাস্টে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। স্বামী-সন্তান সহ ভালই কাটছিল দিন। কিন্তু আচমকাই ছন্দপতন।
শান্তির খোঁজে স্বামীকে ডিভোর্স
প্রকাশ্যে স্বামী শরিফুল রাজকে ডিভোর্স দেওয়ার কথা লিখেছিলেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা এই পরীমণি। সেসময় অভিনেত্রী লিখেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁর রাজের সঙ্গে ডিভোর্স চাই। রাজের স্ত্রী হয়ে নয়, বরং রাজ্য (সন্তান)এর মা হয়ে বেঁচে থাকতে চান তিনি। তার কাছে এই পরিচয়টাই একমাত্র সত্যি বলে দাবি করেছিলেন পরীমণি। পরীমণির ডিভোর্সের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন তাঁর স্বামী। অথচ একটা সময় তিনিই মাদকবিতর্কে বেরিয়ে আসার পর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবন শুরু করেছিলেন। তবে তা আর দীর্ঘতর হয়নি। কোলে এসেছে সন্তান। আর তাঁকে ঘিরে সমস্ত পৃথিবী পরিমণীর।
আরও পড়ুন, মঞ্চের 'যিশু' থেকে সত্যজিতের 'নিখিলেশ'- পাহাড়প্রেমী ভিক্টর সফল ময়দানেও, যুক্ত থাকেন সেবার কাজেও
আর ছেলেকে সঙ্গে নিয়েই এখন তিনি নতুন করে কাজ করে চলেছেন। দুই বছর পর আবার ফ্লোরে ফিরে নতুন ছবির কাজও শুরু করে দিয়েছেন তিনি। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। যদিও ডিভোর্সের পর সন্তানকে নিয়ে এগিয়ে চলা অভিনেত্রীদের সংখ্যাও কম নয়। বলিউড এবং টলিউডে এমন উদাহরণ ভুরিভুরি। তবে অনেকক্ষেত্রেই দেখা যায় বিচ্ছেদের পরেও সন্তানের মুখের দিকে তাঁকে মা-বাবা একত্রিত হন। অনেকক্ষেত্রে এমনও আছে, সেই পথচলাই হয়তো দীর্ঘমেয়াদি হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)