Box Office Collection: 'ভেড়িয়া' নাকি 'দৃশ্যম ২', বক্স অফিস কালেকশনে কে কাকে টেক্কা দিল?
Bhediya Vs Drishyam 2: চলতি সপ্তাহের শেষে কোন ছবি ব্যবসার নিরীখে কাকে টেক্কা দিল? কার বক্স অফিস কালেকশন বেশি কার কম?

মুম্বই: বলিউডে মুক্তি পেয়েছে দুটি ছবি। 'ভেড়িয়া' (Bhediya) এবং 'দৃশ্যম ২' (Drishyam 2)। দুটি ছবিই বক্স অফিস কালেকশনে ভালো ব্যবসা করতে শুরু করেছে। ইতিমধ্যেই একশো কোটি টাকার বেশি বক্স অফিস কালেকশন হয়ে গিয়েছে অঝয় দেবগনের ছবি 'দৃশ্যম ২'-এর। আর অন্যদিকে মুক্তি পাওয়ার পর থেকে আশাজনক ব্যবসা শুরু করেছে বরুণ ধবনের 'ভেড়িয়া'। চলতি সপ্তাহের শেষে কোন ছবি ব্যবসার নিরীখে কাকে টেক্কা দিল? কার বক্স অফিস কালেকশন বেশি কার কম?
'ভেড়িয়া' - এর বক্স অফিস কালেকশন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ভেড়িয়া' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, বরুণ ধবনের (Varun Dhawan) এই ছবি মুক্তি পাওয়ার পর চার দিন পেরিয়েছে। আর চারদিনেই আশাজনক ব্যবসা করেছে এই ছবি। তরণ আদর্শ লিখছেন, 'প্রথম সপ্তাহান্তের গণ্ডী পেরনোর পর দ্বিতীয় সপ্তাহান্তেও একইরকম ধারা বজায় রাখা জরুরি। শুক্রবার এই ছবি ব্যবসা করে ৭.৪৮ কোটি টাকার। শনিবার এই ছবি ব্যবসা করে ৯.৫৭কোটি টাকার। রবিবার ব্যবসা অনেকটা বাড়ে। রবিবার 'ভেড়িয়া' ব্যবসা করেছে ১১.৫০ কোটি টাকার। আর সোমবার এই ছবি ব্যবসাকরল ৩.৮৫ কোটি টাকার। চারদিনে বরুণ ধবনের ছবি মোট ব্যবসা করেছে ৩২.৪০ কোটি টাকার।'
[tw]
#Bhediya should’ve performed better on the crucial Mon to cover lost ground… Needs to stay steady on remaining weekdays… Lack of major opposition [till #Avatar] can prove advantageous… Fri 7.48 cr, Sat 9.57 cr, Sun 11.50 cr, Mon 3.85 cr. Total: ₹ 32.40 cr. #India biz. pic.twitter.com/12UjbGyq8b
— taran adarsh (@taran_adarsh) November 29, 2022
[/tw]
'দৃশ্যম ২'- এর বক্স অফিস কালেকশন-
'ভেড়িয়া' প্রথম সপ্তাহান্তে আশাজনক ব্যবসা করলেও তাকে অনেকটা টেক্কা দিয়েছে অজয় দেবগনের (Drishyam 2) 'দৃশ্যম ২'। ক্রাইম ড্রামা 'দৃশ্যম ২'-এর বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন তরণ আদর্শ। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার এই ছবি ব্যবসা করে ৭.৮৭ কোটি টাকার। শনিবার ১৪.০৫ কোটি টাকার। রবিবার ১৭.৩২ কোটি টাকার। আর সোমবার ৫.৪৪ কোটি টাকার। এই ছবি এখনও পর্যন্ত মোট ব্যবসা করে ১৪৯.৩৪ কোটি টাকার।
[tw]
#Drishyam2 continues its MAGNIFICENT RUN, packing an impressive number on [second] Mon… Target ₹ 200 cr+ is very much achievable… [Week 2] Fri 7.87 cr, Sat 14.05 cr, Sun 17.32 cr, Mon 5.44 cr. Total: ₹ 149.34 cr. #India biz. pic.twitter.com/6v5ViMGQ6G
— taran adarsh (@taran_adarsh) November 29, 2022
[/tw]
আরও পড়ুন - Kajol: রান্নায় কতটা পটু অজয় দেবগন? ফাঁস করলেন কাজল
#bhediya has given me so much love it feels amazing to to see Soo many people coming to the theatres . A special Sunday as #Dhrishyam2 and #Bhediya give a lot of happiness to all cinema lovers congratulations @ajaydevgn sir and @AbhishekPathakk pic.twitter.com/zOXFAAwFYx
— VarunDhawan (@Varun_dvn) November 27, 2022">
Hey @Varun_dvn
I’m happy Bhediya & Drishyam 2 have managed to bring the audiences back to the theatres. It’s a feel good moment for us as an Industry. You're a rockstar ✨ https://t.co/7P4uVABcjn
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
