এক্সপ্লোর
কোভিড রিপোর্ট পজিটিভ আসার আগে এই ভাইরাস নিয়ে সচেতনতা গান বানিয়েছিলেন এসপি বালসুব্রহ্মণ্যম
গত ২৫ সেপ্টেম্বর রাতে শ্বাসকষ্ট থেকে ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই গায়ক।

চেন্নাই: কোভিড টেস্টে পজিটিভ রেজাল্ট আসার আগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য তামিল ভাষায় একটি গান কম্পোজ করেছিলেন এসপি বালসুব্রহ্মণ্যম। এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর রাতে শ্বাসকষ্ট থেকে ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই গায়ক। কোভিড আক্রান্ত হওয়ার পর গত ৫ অগস্ট চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে ভর্তি করা হয়। গত ৮ সেপ্টেম্বর তাঁর কোভিড টেস্টের রেজাল্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে এসপি-র। তাঁকে আইসিইউ-তে রেখে দিতে বাধ্য হন ডাক্তাররা। চলতে থাকে ভেন্টিলেশনও। শেষটায় বৃহস্পতিবার গভীর রাতে বিদায় নেন এসপি। কিন্তু তিনি যে রিপোর্ট পজিটিভ আসার আগে করোনা সচেতনতা নিয়ে গান বানিয়েছিলেন তা প্রকাশ্যে আসায় আরও একবার স্মৃতিসজল হয়েছেন দেশের মানুষ। গানের লিরিক লিখে দেন দক্ষিণের নামী গীতিকার ভাইরামুত্থু। গানের মধ্য দিয়ে মানুষকে একতাবদ্ধ হয়ে মহামারীর দুর্দিন থেকে জয়লাভ করার বার্তা দেন এসপি। যে মানুষ ১৬টি ভাষায় ৪০ হাজারের কিছু বেশি গান গেয়েছেন, তাঁর মহামারীর সচেতনতা বার্তা সমৃদ্ধ গান মানুষকে আরও একবার তাঁর কথা ভাবিয়েছে। মাস কয়েক আগে এই গান তৈরি করে ভিডিয়োতে এসপি বলেন, এটা ঠিক মিউজিকাল গান নয়, লিরিকাল গান বলা ভালো।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















