Celebrities Update: ভিডিও কনটেন্ট তৈরি ছেড়ে বইয়ের পাতায় ডুব দিলেন মধুমিতা, কোন লেখকের বই পড়ছেন?
সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজস্ব ভিডিও পোস্ট করেন মধুমিতা (Madhumita Sarcar)। কাজের বাইরে প্রিয় সময় কাটানোর মাধ্যম কী সোশ্যাল মিডিয়া?
কলকাতা: বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তাঁর অভিনীত চরিত্র 'ইমন' বাংলা ধারাবাহিকপ্রেমীদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। যদিও এখন ধারাবাহিকের গন্ডী পেরিয়ে ছবির জগতেও পা রেখেছেন মধুমিতা বেশ কয়েকটি ছবিতে দেখাও গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজস্ব ভিডিও পোস্ট করেন মধুমিতা। কাজের বাইরে প্রিয় সময় কাটানোর মাধ্যম কী সোশ্যাল মিডিয়া? মধুমিতা বলেন, 'আমি শ্যুটিং-এর মধ্যে একেবারেই ফোন দেখার সময় পাই না। কিন্তু কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট কনটেন্ট বানাতে ভালো লাগে। মাথায় বিভিন্ন পরিকল্পনা থাকে, সেগুলোই ছোট ছোট ভিডিও বানিয়ে পোস্ট করি। যাঁরা এই ধরণের কনটেন্ট বানিয়ে পোস্ট করেন, তাঁদের প্রত্যেকেরই উচিত নিজের বানানো ভিডিওগুলো বার বার দেখা। তবেই বোঝা যাবে কোথায় কোথায় একঘেয়েমি আছে।'
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা অভিনেত্রী মধুমিতা সরকারকে দেখা গেল বইয়ের পাতায় ডুব দিতে। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বই পড়ার কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্য়াসে ডুব দিয়ে দিয়েছেন মধুমিতা।
আরও পড়ুন - Celebrities Update: মলদ্বীপে যে হলিডে হোমে থাকছেন অর্জুন-মালাইকা, তার এক রাতের খরচ কত?
প্রসঙ্গত, কিছুদিন আগেই জন্মদিন উপলক্ষে একটু অন্যভাবে সময় কাটান অভিনেত্রী মধুমিতা সরকার। দেখা গিয়েছিল, চেতলা এলাকায় থাকা বস্তিবাসী অনেক শিশুরা এদিন এসেছিল মধুমিতার জন্মদিন উদযাপনে। মধুমিতার হাতেও তুলে দেওয়া হয় হাতে আঁকা জন্মদিনের কার্ড ও ফুল। আর মধুমিতা? তিনি হাজির হয়েছিলেন প্রচুর উপহার ও চকোলেট নিয়ে। ছোটদের মধ্যে সেই সমস্ত জিনিস ভাগ করে দেন অভিনেত্রী। প্রিয় অভিনেত্রীকে তাদের মধ্যে পেয়ে উচ্ছসিত ছোটরাও। তারাও গল্প জমায় মধুমিতার সঙ্গে। আর নায়িকাও যেন তাদেরও একজন, গল্প করতে করতে বসে পড়েন মাটিতেই। পুজোর সময় ছুটি পাননি অভিনেত্রী। আর তাই জন্মদিনে মা-বাবার সঙ্গে চম্পাহাটি চলে গিয়েছেন তিনি। জন্মদিনটা পরিবারের সঙ্গেই উদযাপন করেছেন মধুমিতা। মায়ের হাতের পায়েস, পোলাও আর মাংস ছিল জন্মদিনের মেনুতে। টলিউডের ব্যস্ত অভিনেত্রীর বিশেষ দিন কেটেছে পরিবারকে ঘিরেই।