Celebrities Update: মলদ্বীপে যে হলিডে হোমে থাকছেন অর্জুন-মালাইকা, তার এক রাতের খরচ কত?
দুই তারকাই নিজের মতো করে মলদ্বীপে সময় কাটানোর ছবি এবং ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। কিন্তু অনুরাগীদের চোখ কপালে তুলেছে অর্জুন-মালাইকা যে হলিডে হোমে রয়েছেন, সেখানে থাকার এক রাতের খরচ।
মুম্বই: বলিউড সেলেবদের কাছে মলদ্বীপ (Maldieves) খুবই পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা। করিনা কপূর খান থেকে পরিণীতি চোপড়া, দিশা পাটানি, অনন্যা পাণ্ডের মতো তারকারা কাজের ফাঁকে সময় পেলেই বেড়াতে চলে যান। কিছুদিন আগেই সেফ আলি খান এবং নিজের জন্মদিন উপলক্ষে দুই সন্তানকে নিয়ে মলদ্বীপে সময় কাটিয়ে এলেন করিনা কপূর খান। সম্প্রতি সেই পছন্দের জায়গাতেই সময় কাটাচ্ছেন বলিউডের আর এক তারকা জুটি। তাঁরা অর্জুন কপূর এবং মালাইকা অরোরা। দুই তারকাই নিজের নিজের মতো করে মলদ্বীপে সময় কাটানোর ছবি এবং ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। কিন্তু অনুরাগীদের চোখ কপালে তুলেছে অর্জুন-মালাইকা যে হলিডে হোমে রয়েছেন, সেখানে থাকার এক রাতের খরচ।
জানা গিয়েছে, বলিউডের জনপ্রিয় জুটি অর্জুন কপূর (Arjun Kapoor) এবং মালাইকা অরোরা (Malaika Arora) সম্প্রতি সময় কাটাচ্ছেন পাটিনা মলদ্বীপের ফারি আইল্যান্ডে। তাদের ওয়েবসাইট থেকে এই হোটেলে থাকার খরচ জানা যাচ্ছে। বহু তারকাই নানা সময়ে এই হলিডে হোমে বেড়াতে আসেন কিংবা পার্টি করতে আসেন। তাই এই হলিডে হোমের আলাদা আলাদা সুবিধা পাওয়ার জন্য রয়েছে আলাদা আলাদা খরচ। এই হলিডে হোমের বেশিরভাগ ভিলার সঙ্গেই রয়েছে ব্যক্তিগত পুল। এই হলিডে হোমের ব্যক্তিগত পুলসহ এক বেডরুমের খরচ এক রাতের জন্য প্রায় ১.৯০ লক্ষ টাকা। এছাড়াও যদি ব্যক্তিগত বাগানের সুবিধা পেতে চান, তাহলে আর একটু বেশি খরচ করতে হবে।
আরও পড়ুন - Sara Ali Khan Update: জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ চান সারা আলি খান? দিলেন কিছু শর্তও
জানা যাচ্ছে, পাটিনা মলদ্বীপের ফারি আইল্যান্ডের বিলাসবহুল বিচ হাউসগুলির কোনওটা কোনওটার খরচ এক রাতের জন্য ১৮.৮৬ লক্ষ টাকাও পড়ে। এছাড়াও এখানে ২৭জন অতিথিসহ থাকার ব্যবস্থাও রয়েছে। যার খরচ এক রাতের জন্য প্রায় ২৮.০৫ লক্ষ টাকা। যদিও বলিউড অভিনেতা অর্জুন কপূর এবং মালাইকা অরোরা এর মধ্যে কোন বিচ হাউসে রয়েছেন, তা বোঝা যায়নি। কিন্তু এরইমাঝে অর্জুন কপূর ব্যক্তিগত পুলে সময় কাটানোর ভিডিও পোস্ট করেছেন। তাহলে অনুরাগীরা খানিকটা আন্দাজ করে নিতেই পারছেন, বিলাসবহুল এই হলিডে হোমে থাকার জন্য এক রাতের জন্য কত টাকা খরচ করতে হচ্ছে দুই তারকাকে?