এক্সপ্লোর
সিঙ্গাপুরে সাইকেল চালাতে গিয়ে হাতে চোট! কেমন আছেন ঋতুপর্ণা?
বুধবার এবিপি আনন্দকে ঋতুপর্ণা জানান, সাইকেল ঘোরানোর সময় কোনওভাবে কব্জিটা ঘুরে যায়।

কলকাতা: সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। লকডাউনের সময় থেকেই তিনি দেশের বাইরে। ছেলে-মেয়ে-স্বামী নিয়ে দারুণ কাটাচ্ছিলেন সময়। শরীর ভাল রাখার জন্য করছিলেন সাইক্লিং-ও। তাতেই ঘটল বিপত্তি। সম্প্রতি সাইকেল চালাতে গিয়ে কব্জিতে চোট পেলেন তিনি।
ঋতুপর্ণা জানান, সাইকেল ঘোরানোর সময় কোনওভাবে কব্জিটা ঘুরে যায়। ডান হাতের আঙুলে চোট পেয়েছেন তিনি। ব্যথাও আছে বেশ।
বুধবার এবিপি আনন্দকে তিনি জানান, ডাক্তার দেখিয়েছেন, হাড় ভাঙেনি, জানিয়েছেন ঋতু। আকুপাংচার চলছে।
লকডাউনে খোশ মেজাজেই ছিলেন তিনি। প্রকাশ্যে এনেছেন তাঁর ইউটিউব চ্যনেলও।
সম্প্রতি ঋতুপর্ণা ট্যুইটারে শেয়ার করেন তাঁর একটি মাস্ক পরা মুখের স্কেচ। ছবিটি সোমনাথ নামে এক ব্যক্তির আঁকা। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, মাস্ক পরাটা প্রয়োজনীয়তা, শুধু দায় হিসেবে ভাবলে হবে না।
Please wear your mask dear friends ...
This is a necessity and not a liability.. live and let live.. Let's fight against covid 19...
Special thanks to Somnath for such a beautiful sketch! #WearMask #FightCovid #Sketch #Rituparna pic.twitter.com/4VT7vtxaXn
— Rituparna Sengupta (@RituparnaSpeaks) July 11, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























