Subhashree Ganguly: মাত্র ৩০ সেকেন্ডে কতগুলো ফুচকা খেলেন শুভশ্রী?
এদিন দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁর সামনে রয়েছে ফুচকার থালা। আর সময় মাত্র ৩০ সেকেন্ড। সময় শুরু হতেই ফুচকা খেতে শুরু করেন অভিনেত্রী।
কলকাতা: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। কখনও ছেলে ইউভানের মজাদার ভিডিও, কখনও নিজের নানা অ্যাক্টিভিটির ভিডিও সেখানে পোস্ট করেন। এছাড়াও শুভশ্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেখানে রাজ চক্রবর্তীর সঙ্গে নানা মুহূর্ত কাটানোর ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন। সম্প্রতি সেখানেই পোস্ট করলেন ফুচকা খাওয়ার ভিডিও। ৩০ সেকেন্ড সময়। তার মধ্যে দেখা যাক শুভশ্রী কতগুলো ফুচকা খেতে পারলেন।
আরও পড়ুন - ABP Ananda Exclusive: তাঁর গানেই লিপ দিয়েছিলেন দিলীপ কুমার, 'সাগিনা'র জন্মদিনে স্মৃতিচারণ অনুপ ঘোষালের
এদিন দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁর সামনে রয়েছে ফুচকার থালা। আর সময় মাত্র ৩০ সেকেন্ড। সময় শুরু হতেই ফুচকা খেতে শুরু করেন অভিনেত্রী। ৩০ সেকেন্ডের মধ্যে ৯টা ফুচকা খেতে পারেন তিনি। ভিডিও শেষে শুভশ্রীকে বলতে শোনা যায়, তিনি ভেবেছিলেন তিনি অনেকগুলো ফুচকা খেতে পারবেন। কিন্তু মাত্র ৯টা ফুচকা খেয়েই তাঁকে থামতে হয়। এবার সেই চ্যালেঞ্জ তিনি টলিউডের আর এক নায়িকা শ্রাবন্তীর দিকে ছুড়ে দিয়েছেন। শ্রাবন্তী আবার শুভশ্রীর এই ভিডিওতে কমেন্টে লিখেছেন, 'আমি তোমার মতো দ্রুত খেতে পারব না।' সঙ্গে হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন। শুভশ্রীর এই ভিডিওতে খুব কম সময়ের মধ্যেই লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তাঁদের টাইমলাইন জুড়ে এখন বেশিরভাগই থাকে খুদে ইউভানের (Yuvaan) নানা কীর্তির ছবি ও ভিডিও। সেরকমই কিছুদিন আগেও একটি ভিডিও পোস্ট করেন পরিচালক। 'ওয়ার্ম আপ' করছে পুঁচকে ইউভান। ভিডিওয় শোনা যায় মা শুভশ্রীর কণ্ঠস্বর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রাজ চক্রবর্তী। ভিডিওয় দেখা যায় বিছানার ছত্রী ধরে ওয়ার্ম আপ করছে পুঁচকে। বাবার কোলে চড়ে খানিক শরীর চর্চা আর কী। পরনে লাল-নীল সোয়েটার। খুদে বেশ বুঝতে পারছে তার কীর্তি ক্যামেরাবন্দি করছে মা, তাই সেদিকে খানিক তাকিয়েই যেন জোশ আরও বেড়ে যাচ্ছে তাঁর। বেশ জোর দিয়ে আওয়াজও করছে সে। তবে তারই মধ্যে সাবধানী মা, বেশি জোর দেখে বলেও উঠলেন, 'আস্তে'। যাতে ছেলের কোনওভাবে আঘাত না লাগে।