এক্সপ্লোর
Advertisement
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক শুধু যন্ত্রণাই দেয়, নিজের জীবন দিয়ে বুঝেছি, বললেন 'জুন আন্টি'
' তবে জানো, জুন চরিত্রটার মধ্যে অনেক নেগেটিভিটি আছে ঠিকই, তবুও ওর জন্য বড্ড খারাপই লাগে জানো।'
কলকাতা: ধারাবাহিক 'শ্রীময়ী'তে নতুন মোড়! দর্শকদের মনে ইতিমধ্যেই নানা প্রশ্নের জাল বুনছে সিরিয়ালের নতুন প্রোমো। আগামীতে শ্রীময়ীতে দেখা যাবে শ্রীময়ী ও রোহিত সেন জুন কে ভুল বুঝিয়ে তাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে ডাকবে। সেখানে জুনের থেকে দলিল ফেরত চাইবে তারা। এরই মধ্যে দেখা গিয়েছে কীভাবে জুন আন্টি তার 'মাসি'র থেকে বাগিয়ে নিচ্ছে বাড়ির দলিল। সেখানে জুনকে বলতে শোনা যাচ্ছে, 'আমি সবদিক থেকেই লুজার'। অর্থাৎ শ্রীময়ী ও অনিন্দ্যর আইনি বিচ্ছেদ হলেও একপ্রকার সেই সম্পর্কেই মানসিক ভাবে থিতু জুনের স্বামী। ধারাবাহিকের এই টালমাটাল পরিস্থিতিতে এবিপি আনন্দ-র কাছে মুখ খুললেন জুন আন্টি ওরফে ঊষসী।
কেমন লাগছে সিরিয়ালের এই মোড়?
গল্পে যে বড়সড় মোড় আসছে, তা তো বোঝাই যাচ্ছে। তবে গল্প আগে থেকে তো আমরা জানতে পারি না, তাই অনিন্দ্যর সঙ্গে জুনের ইক্যুয়েশনে কোনও পরিবর্তন হচ্ছে কি না জানি না। তবে জানো, জুন চরিত্রটার মধ্যে অনেক নেগেটিভিটি আছে ঠিকই, তবুও ওর জন্য বড্ড খারাপই লাগে জানো।
কেন?
জুন দেখো একটা মানুষকে ভালবেসে নিজের সংসার ত্যাগ করে বিয়ে করল। কিন্তু তাকে থাকতে হল স্বামীর প্রাক্তনের সঙ্গেই। তাদের সন্তানদের সঙ্গেই। এমনকী স্বামীও মানসিকভাবে সম্পূর্ণভাবে তার হল না! আসলে জুন চরিত্রটার নেতিবাচক দিকটা বাদ দিলে, অনেককিছুর সঙ্গে আমি নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারি।
সেটা কীভাবে?
বছর দশেক আগে আমিও একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি। যিনি সেপারেশনে আছেন বলেই জানতাম আমি। স্ত্রী থাকতেন রাজ্যের বাইরে। তিনি আমায় বলেছিলেন, খুব শিগগিরিই আইনি বিচ্ছেদও হয়ে যাবে তাঁদের। কিন্তু পুরোটাই ছিল মিথ্যে। ২ বছর পর তাঁর জীবনে স্ত্রী ফিরে আসেন। তাঁরা আবার নতুন করে সব শুরু করতে চান, জানান। আমার অবস্থাটা তখন কী হয়েছিল। বোঝো! টানা ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম।
তাহলে দর্শকের কাছে জুন আন্টির কী সাজেশন?
জুন আন্টি নয়, ঊষসী হিসেবে সাজেশন দিতে পারি, জেনে শুনে কোনো বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোটাই শ্রেয়। হয়ত পরিণামে, যন্ত্রণাটাই জোটে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement