Sonam Kapoor: অন্তঃসত্ত্বা সোনমের প্রশংসায় পঞ্চমুখ স্বামী আনন্দ
Anand Ahuja: এদিন আনন্দ আহুজা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সোনম কপূরের সঙ্গে বেশ কয়েকটি মিষ্টি ছবি পোস্ট করেছেন।
মুম্বই: আর কিছুদিন পরই মা হবেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বামী আনন্দ আহুজার সঙ্গে ছবি পোস্ট করে মা হতে চলার সুখবরটা শেয়ার করেন। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা সোনম কপূরের মা হতে চলার খবরে উচ্ছ্বসিত হন। সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে অন্তঃসত্ত্বা অবস্থার নানা ছবি পোস্ট করে থাকেন তাঁরা। এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন আনন্দ আহুজা।
সোনমে প্রশংসায় পঞ্চমুখ আনন্দ-
এদিন আনন্দ আহুজা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সোনম কপূরের সঙ্গে বেশ কয়েকটি মিষ্টি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'খুবই উত্তেজিত আর একদম তৈরি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য। সোনম কপূর সবথেকে সেরা অন্তঃসত্ত্বা নারী।' আনন্দের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সোনম কপূরের চেহারায় জেল্লা ফুটে উঠেছে। স্বামীর পোস্টে হৃদয়ের ইমোজি দিয়ে কমেন্ট করেছেন সোনম।
আরও পড়ুন - Bangla Movies Release List: চলতি মাসে যে যে বাংলা ছবি মুক্তি পাবে, দেখে নিন একনজরে
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে ছবি পোস্ট করে আসন্ন অভিভাবকত্বের কথা ঘোষণা করেন সোনম কপূর। আনন্দ আহুজার সঙ্গে 'মেটার্নিটি শ্যুট' করেছেন অভিনেত্রী। সেই ছবিই পোস্ট করে মিষ্টি ক্যাপশন লেখেন সোনম। ছবিগুলিতে দেখা যাচ্ছে আনন্দের কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন 'হবু মা'। কালো বডিস্যুট, মুখে চওড়া হাসি। সগর্বে দেখাচ্ছেন তাঁর 'বেবি বাম্প'। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'চার হাত। তোমাকে সর্বশ্রেষ্ঠভাবে বড় করে তোলার জন্য। দুটো হৃদয়। যা তোমার হৃদয়ের সঙ্গে প্রতি পদক্ষেপে তাল মিলিয়ে চলবে। একটি পরিবার। যা তোমাকে ভালবাসা ও সঙ্গ দিয়ে ভরিয়ে দেবে। তোমার আসার জন্য আর তর সইছে না।' গর্ভে থাকা সন্তানের উদ্দেশে এই ক্যাপশন মন কেড়েছে নেটিজেনদের। হ্যাশট্যাগ থেকে স্পষ্ট ২০২২-এর শরতে আসতে চলেছে নতুন এই অতিথি। প্রসঙ্গত ২০১৮ সালে মুম্বইয়ে গাঁটছড়া বাঁধেন সোনম ও আনন্দ। বিয়ের চার বছর পর এবার সন্তানকে পরিবারে আগমন জানাতে তৈরি তাঁরা।