Bhagyashree Birthday: 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির শ্যুটিং করতে গিয়ে কেন কান্নায় ভেঙে পড়েন ভাগ্যশ্রী?
১৯৮৯ সালে মুক্তি পায় 'ম্যায়নে পেয়ার কিয়া' (Maine Pyar Kiya)। বক্স অফিসে দারুণ ব্যবসা করার পাশাপাশি এই ছবি দিয়েই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেন সলমন খান এবং ভাগ্যশ্রী।
মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর (Bhagyashree)। কাছের মানুষ. প্রিয়জনদের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী (Bhagyashree Birthday)। 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবি দিয়ে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেন। কিন্তু ছবির বিপুল সাফল্যের পর দীর্ঘ বেশ কিছু বছর আর তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। আজ তাঁর জন্মদিনে প্রকাশ্যে এসেছে সেই কারণ, কেন 'ম্যায়নে পেয়ার কিয়া' (Maine Pyar Kiya) ছবির শ্যুটিং করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
১৯৮৯ সালে মুক্তি পায় 'ম্যায়নে পেয়ার কিয়া'। বক্স অফিসে দারুণ ব্যবসা করার পাশাপাশি এই ছবি দিয়েই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেন সলমন খান (Salman Khan) এবং ভাগ্যশ্রী। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হয় বলিউড ভাইজানের। তাঁর সঙ্গে ভাগ্যশ্রীর জুটি আজও অনুরাগীদের অত্যন্ত পছন্দের। কিন্তু এই ছবির পরই সংসারী হয়ে পড়েন ভাগ্যশ্রী।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: কোটি টাকায় এই বলিউড অভিনেত্রীকে বাড়ি ভাড়া অমিতাভ বচ্চনের
বিভিন্ন সূত্রে জানা যায়, 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির শ্যুটিং করার সময় একটি দৃশ্যে অভিনয়ের পরই কান্নায় ভেঙে পড়েন ভাগ্যশ্রী। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'আমার তখন মাত্র আঠেরো বছর বয়স। আমি তখন প্রেম করি। আর খুব শীঘ্রই বিয়ে করব। এমন পরিস্থিতি। সেই সময় পর্যন্ত তার আগে আমি কখনও কাউকে জড়িয়ে ধরিনি। ছবিতে ওই দৃশ্যে কথা জানতে পারি, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এমন দৃশ্য আমার পরিবারের লোকেরা কীভাবে নেবে। কারণ আমি খুবই রক্ষণশীল পরিবারের সন্তান। আমাকে যখনই বলা হয়, ছবির প্রয়োজনে একটি গানের দৃশ্যে আমাকে সলমনকে জড়িয়ে ধরতে হবে। আমি তখনই কাঁদতে শুরু করি। এর আধঘণ্টা পর খুবই নিরীহ মুখে সলমন এসে আমাকে বলে, প্লিজ করো। আমি ওকে আর না করতে পারিনি।'
প্রসঙ্গত, 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবিতেই ভাগ্যশ্রী এবং সলমন খানের আরও একটি ঘনিষ্ঠ দৃশ্যের কথা ছিল। যেখানে দুই অভিনেতাকে একে অপরকে চুম্বন করতে হত। কিন্তু দুই সলমন খান এবং ভাগ্যশ্রী, দুজনেই সেই দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন। আর পরবর্তীকালে সেই দৃশ্যের শ্যুটিং মাঝে কাচ রেখে করা হয়। ভাগ্যশ্রী বলেন, 'আমার তখন বিয়ে হওয়ার কথা। পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করার প্রসঙ্গে একেবারেই স্বচ্ছন্দ ছিলাম না। সেই সময় সূরজ স্যর আসেন আর ওই দৃশ্যের শ্যুটিংয়ের জন্য অন্য পদ্ধতি বলেন। আমাদের দুজনের মাঝে কাচ রাখা ছিল ওই দৃশ্যে শ্যুটিংয়ের সময়।'