Bollywood Celebrity Updates: কোটি টাকায় এই বলিউড অভিনেত্রীকে বাড়ি ভাড়া অমিতাভ বচ্চনের
অমিতাভ বচ্চনের বাড়ি ভাড়া নিলেন বলিউডেরই এক জনপ্রিয় অভিনেত্রী। এক বছরের জন্য অভিনেত্রীকে বাড়ি ভাড়া দিয়েছেন।
মুম্বই: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সম্প্রতি তাঁর মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন। অমিতাভ বচ্চনের বাড়ি ভাড়া নিলেন বলিউডেরই এক জনপ্রিয় অভিনেত্রী। এক বছরের জন্য অভিনেত্রীকে বাড়ি ভাড়া দিয়েছেন। কোটি টাকার উপরে এক বছরের জন্য ভাড়া দিয়েছেন তিনি।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননকে (Kriti Sanon) মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন অমিতাভ বচ্চন। এক বছরের জন্য ভাড়া দিলেন তিনি। জানা যাচ্ছে, প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ কৃতী শ্যাননকে দিতে হবে ১০ লক্ষ টাকা করে। এক বছরের জন্য ১ কোটি ১০ লক্ষ টাকা ভাড়া দিতে হবে অভিনেত্রীকে। অমিতাভ বচ্চনের ডুপ্লেক্স ফ্ল্যাট বহুতলের ২৭ এবং ২৮ তলে অবস্থিত। অমিতাভ বচ্চনের বাড়ি ভাড়া নেওয়ার জন্য কৃতী শ্যাননকে ৬০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিতে হয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই বিগ বি-র বাড়িতে শিফট করতে চলেছেন তিনি।
আরও পড়ুন - Aparajita Adhya: 'ও অন্তাভা' গানে জমিয়ে নাচ অপরাজিতা আঢ্যর
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে খুব শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। শীঘ্রই মুক্তি পাবে তাঁর ছবি 'ঝুন্ড'। এছাড়াও তাঁকে দেখা যাবে, 'ব্রহ্মাস্ত্র', 'রানওয়ে' এবং আরও বেশ কিছু ছবিতে। অন্যদিকে, কৃতী শ্যাননের হাতেও রয়েছে একাধিক ছবি। 'বচ্চন পাণ্ডে', 'শেহজাদা', 'আদিপুরুশ' 'গণপত', 'ভেড়িয়া' এবং আরও বেশ কিছু ছবি রয়েছে তাঁর হাতে। গতবছর মুক্তি পায় তাঁর ছবি 'মিমি'। কেরিয়ারের শুরু থেকে একাধিক হিট ছবি উপহার দিলেও কৃতী শ্যাননের কেরিয়ারে অন্যতম সফল ছবি হিসেবে এটিকেই মনে করছেন অনেকে। আগামী ১৮ মার্চ মুক্তি পাবে 'বচ্চন পাণ্ডে'। সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে কৃতী শ্যানন জানান যে, কীভাবে তিনি একসঙ্গে অনেকগুলো ছবির কাজ সামলান। কৃতী বলেন, 'আমি যখন সেটে যাই, তখন ওখানে বাকি সমস্ত ছবির স্ক্রিপ্ট পাশে রেখে যে দৃশ্যটার শ্যুটিং করব সেটাকে সঙ্গে রাখি। সেই স্ক্রিপ্টটার সঙ্গে একাত্ম্য হতে থাকি। পুরো স্ক্রিপ্টটা পরে ফেলি। আর তারপর পারফর্ম করি। আমার অভ্যাস আছে স্ক্রিপ্টের উপর কীভাবে অভিনয় করব তা লিখে রাখা। প্রতিটা ক্ষেত্রেই আমি তা করি। তাই আমার কোনও অসুবিধাই হয় না।'