Amrita Pandey Death: ‘নিজের নৌকা ডুবিয়ে ওর যাত্রা সহজ করে দিলাম’, ইঙ্গিতপূর্ণ পোস্ট নায়িকার, তার পরই উদ্ধার দেহ
Bhojpuri Actress Death: ভাগলপুর জোগসার থানা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ছিল অমৃতার।
পটনা: ভোজপুরি ছবির জনপ্রিয় নায়িকা অমৃতা পান্ডের রহস্যমৃত্যু। ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার হল নায়িকার মৃতদেহ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। অমৃতা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অমৃতার হোয়াটসঅ্যাপ স্টেটাসও নজর কেড়েছে সকলের। কারণ মৃত্যুর আগে স্টেটাসে ইঙ্গিতপূর্ণ লেখা পোস্ট করেছিলেন তিনি। (Amrita Pandey Death) তাই মৃত্যুর কারণ ঘিরে জল্পনা শুরু হয়েছে।
ভাগলপুর জোগসার থানা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ছিল অমৃতার। গত ২৭ এপ্রিল, শনিবার ফ্ল্যাটের মধ্যে অভিনেত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সেই মতো খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। আর তাতেই মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপ স্টেটাসে অভিনেত্রীর পোস্ট করা একটি লেখা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (Bhojpuri Actress Death)
মৃত্যুর আগে অমৃতা হোয়াটসঅ্যাপ স্টেটাসে ওই লেখা পোস্ট করেছিলেন বলে জানা গিয়েছে। অমৃতার হোয়াটসঅ্যাপ স্টেটাসে লেখা ছিল, 'দু’নৌকোয় সওয়ার ছিল তার জীবন, নিজের নৌকা ডুবিয়ে ওর যাত্রা সহজ করে দিলাম'। তবে অমৃতার লেখা কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এখনও পর্যন্ত। বিবাহিত ছিলেন অমৃতা। তাঁর স্বামী রয়েছে।
কী কারণে অমৃতা এই চরম পদক্ষেপ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর পরিবার জানিয়েছে, কেরিয়ার ঠিকঠিক চলছিল না। অবসাদেও ভুগছিলেন অমৃতা। অমৃতা অবসাদের চিকিৎসাও করাচ্ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে পরিবারে কারও সঙ্গে অশান্তি ছিল কি না, ব্যক্তিগত জীবনে টানাপোড়েন ছিল কি না, সেই নিয়েও উঠছে প্রশ্ন।
মুম্বইয়ে স্বামী চন্দ্রমণি জঙ্গদের সঙ্গে থাকতেন অমৃতা। তাঁর স্বামী পেশায় অ্যানিমেশন ইঞ্জিনিয়ার। গত ১৮ এপ্রিল বোনের বিয়ে উপলক্ষে ভাগলপুর গিয়েছিলেন অমৃতা। বিয়ের অনুষ্ঠান মিটে গেলে স্বামী মুম্বই ফিরে গিয়েছিলেন, কিন্তু অমৃতা আরও কিছু দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ভোজপুরি তারকা কেশরীলাল যাদবের সঙ্গে ‘দিওয়ানাপন’ ছবিতে অভিনয় করেন অমৃতা। হিন্দি ছবি, টেলিভিশন শো এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ‘পরিশোধ’ ওয়েবসিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছিল। পুলিশ সুপার শ্রী রাজ জানিয়েছেন, উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। একটি বিশেষ তদন্তকমিটি গঠিত হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে অভিনেত্রীর পরিবার লোকজন এবং ঘনিষ্ঠদের।