Bhool Bhulaiyaa 2: মুক্তির আগেই রেকর্ড ব্যবসা, অগ্রিম টিকিট বিক্রি করে কত টাকা আয় করল 'ভুলভুলাইয়া টু'?
অনুরাগীরাও 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) ছবির বক্স অফিস কালেকশনের দিকে নজর রেখেছেন। আর সম্প্রতি যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা গিয়েছে, মুক্তির আগেই মোটা অঙ্কের ব্যবসা করে ফেলল এই ছবি।
মুম্বই: আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তির আরিয়ানের (Kartik Aaryan) বহু প্রতীক্ষিত ছবি 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। এই ছবিতে তাঁকে ছাড়াও দেখা যাবে কিয়ারা আডবাণী এবং তব্বুকে। মুখ্য চরিত্রে এই তিন অভিনেতা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব এবং আরও অনেক অভিনেতা। ইতিমধ্যেই হরর কমেডি এই ছবির ট্রেলার, টিজার, অফিশিয়াল পোস্টার মুক্তি পেয়েছে। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির।
ছবির নির্মাতাদের থেকে অনুরাগীরাও 'ভুলভুলাইয়া টু' ছবির বক্স অফিস কালেকশনের দিকে নজর রেখেছে। আর সম্প্রতি যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা গিয়েছে, মুক্তির আগেই মোটা অঙ্কের ব্যবসা করে ফেলল এই ছবি। এই ব্য়বসা অগ্রিম টিকিট বিক্রিতে।
অগ্রিম টিকিট বিক্রিতে মোটা অঙ্কের আয় 'ভুলভুলাইয়া টু' ছবির-
ইতিমধ্যেই যে খবর পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাগৃহ মিলিয়ে প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মাল্টিপ্লেক্সগুলিতে গড়ে এক একটি টিকিটের দাম ১৬০ টাকা। অগ্রিম টিকিট বুকিংয়ে এই ছবি এখনই প্রায় ২.৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এখন অপেক্ষা ছবি মুক্তি পাওয়ার পর কত টাকার বক্স অফিস কালেকশন হয় তা দেখার।
আরও পড়ুন - Anand Remake: রিমেক হতে চলেছে রাজেশ খন্না-অমিতাভ বচ্চনের 'আনন্দ' ছবির, অভিনয়ে কারা?
'তেরি আঁখে ভুলভুলাইয়া/ বাতে হ্যায় ভুলভুলাইয়া...' কয়েক বছর আগে এই গানেই দুলেছিল ছোট থেকে বড় সকলে। 'ভুলভুলাইয়া' ছবির ব্লকবাস্টার হিট এই গানকেই রিমেক করে ব্যবহার করা হয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবিতে। যদিও গানের দৃশ্য এবং পোশাক দুইয়েই নানা বদল এসেছে। হরর কমেডির বাইরে গিয়ে ডান্স ফ্লোর মাতানোর জন্য তৈরি 'ভুলভুলাইয়া টু' ছবির টাইটেল ট্র্যাক। কালো স্যুটে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কার্তিক আরিয়ান। বসকো সিজারের কোরিওগ্রাফিতে 'হরে কৃষ্ণ হরে রাম' যেন নতুন প্রজন্মের কাছে আরও বেশি মনোগ্রাহী হয়ে উঠেছে। আর তাই নেট মাধ্যমে টাইটেল সং মুক্তি পেতেই তার ভিউ মাত্র ছাড়িয়েছে লক্ষ লক্ষ।