Bhool Bhulaiyaa 2: দ্বিতীয়দিন আরও বাড়ল আয়, 'ভুলভুলাইয়া টু'-এর নজরকাড়া বক্স অফিস কালেকশন
Bhool Bhulaiyaa 2 Box Office Collection Day 2: প্রথমদিন এই ছবি ব্যবসা করেছিল ১৪.১১ কোটি টাকার। আর দ্বিতীয়দিনে বাড়ল আরও বেশি আয়। কত টাকার ব্যবসা করল দ্বিতীয়দিন?
![Bhool Bhulaiyaa 2: দ্বিতীয়দিন আরও বাড়ল আয়, 'ভুলভুলাইয়া টু'-এর নজরকাড়া বক্স অফিস কালেকশন ‘Bhool Bhulaiyaa 2’ Box Office Collection Day 2, The Kartik Aaryan Starrer Is Going To Be A Huge Success Bhool Bhulaiyaa 2: দ্বিতীয়দিন আরও বাড়ল আয়, 'ভুলভুলাইয়া টু'-এর নজরকাড়া বক্স অফিস কালেকশন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/22/c9eba7899981274b47d229f189bf52ef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মাত্র দুদিন হল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। ছবি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে হরর কমেডি এই ছবি। কার্তিক আরিয়ান ছাড়াও 'ভুলভুলাইয়া টু' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছএ কিয়ারা আডবাণী, তব্বুকে। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা প্রমুখ অভিনেতারা। প্রথমদিন এই ছবি ব্যবসা করেছিল ১৪.১১ কোটি টাকার। আর দ্বিতীয়দিনে বাড়ল আরও বেশি আয়। কত টাকার ব্যবসা করল দ্বিতীয়দিন?
'ভুলভুলাইয়া টু'-এর দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, মুক্তির সপ্তাহের শনিবার এই ছবির ব্যবসা আরও বেড়েছে। প্রথমদিন ১৪.১১ কোটি টাকার পর দ্বিতীয়দিন ১৮.৩৪ কোটি টাকার ব্যবসা করল। অর্থাৎ দুদিনে মোট ৩২.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে। এর পাশাপাশি সপ্তাহের শেষদিন অর্থাৎ রবিবার ২২ থেকে ২৫ কোটি টাকার ব্যবসা করতে পারে। একইসঙ্গে দ্রুত এই ছবির ১০০ কোটির ক্লাবে পৌঁছনোর প্রত্যাশা করছেন ছবির নির্মাতা থেকে ট্রেড অ্যানালিস্টরা।<
>
আরও পড়ুন - Kartik Aaryan: কার্তিক আরিয়ানের বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে কোনও ধারণা আছে?
প্রসঙ্গত, পরিচালক অনীশ বাজমির ব্লকবাস্টার হিট ছবি 'ভুলভুলাইয়া'র সিক্যুয়েল 'ভুলভুলাইয়া টু'। প্রথম ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় অক্ষয় কুমার, বিদ্যা বালান, সাইনি আহুজা, আমিশা পটেলকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)