Ardh First Look: মুক্তি পেল রুবিনা দিলায়েকের প্রথম হিন্দি ছবি 'অর্ধ'-এর ফার্স্ট লুক
Ardh First Look: বলিউডে পা রাখছেন 'বিগ বস ১৪' বিজয়ী টেলি অভিনেত্রী রুবিনা দিলায়েক। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করলেন 'অর্ধ' ছবির প্রথম লুক।
নয়াদিল্লি: 'বিগ বস ১৪' (Bigg Boss 14) বিজয়ী টেলি অভিনেত্রী রুবিনা দিলায়েক (Rubina Dilaik) বলিউডে পা রাখতে তৈরি। 'অর্ধ' (Ardh) ছবি দিয়ে বি-টাউনে ডেবিউ করছেন তিনি। 'বিগ বস' জেতার পর এখন তাঁর হাতে বেশ কয়েকটি কাজ। ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবির প্রথম লুক।
ছবির প্রথম পোস্টার শেয়ারল করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'নতুন শুরু'। রুবিনা দিলায়েক এই ছবিতে কাজ করবেন রাজপাল যাদব, কুলভূষণ খরবান্দা ও হিতেন তেজওয়ানির মতো তাবড় অভিনেতাদের সঙ্গে। শুরু হল ছবির শ্যুটিং। সূ্ত্রের খবর অনুযায়ী, এই চরিত্রটির জন্য 'শক্তি - অস্তিত্ব এক এহসাস কি' খ্যাত রুবিনা দিলায়েক, অডিশনে প্রায় ৫০ জনকে পিছনে ফেলে বাছাই হয়েছেন।
View this post on Instagram
রুবিনা দিলায়েক আপাতত 'শক্তি - অস্তিত্ব এক এহসাস কি' ধারাবাহিকে এক ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের নাম সৌম্য সিংহ। ২০০৮ সালে 'ছোটি বহু' ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন তিনি। 'দেবো কে দেব...মহাদেব' ধারাবাহিকে তিনি সীতার চরিত্রে অভিনয় করেছিলেন।
কিছুদিন আগেই পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেন অভিনেত্রী। কেরলে গিয়ে জন্মদিন কাটান তিনি। সেখান থেকে একাধিক ছবিও পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া সাইটে।
কিছুদিন আগেই গায়ক স্টেবিন বেনের সঙ্গে একটি মিউজিক ভিডিও মুক্তি পায় তাঁর, নাম ছিল 'ভিগ জাউঙ্গা'। মুক্তি পাওয়ার পর থেকেই গানটি ইউটিউবে ট্রেন্ডিং।