Bigg Boss 16: কম ভোটে এলিমিনেট নয়, তাহলে কেন মাঝপথে 'বিগ বস' থেকে বেরিয়ে গেলেন আব্দু?
Abdu Rozik: নমিনেটেড না হয়েও কীভাবে আচমকা শোয়ের মাঝখান থেকে বেরিয়ে গেলেন আব্দু?
মুম্বই: জমে উঠেছে 'বিগ বস ১৬' (Bigg Boss 16)। চলতি সপ্তাহে 'বিগ বস'-এর (Bigg Boss) ঘর থেকে বেরনোর জন্য নমিনেটেড ছিলেন সাজিদ খান, শিব ঠাকরে, টিনা দত্ত এবং শালিন ভানোত। দর্শকেরা মনে করেছিলেন, এবার হয়তো বড় কোনও নাম বাদ পড়তে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে। কিন্তু সপ্তাহের শুরুতেই জানিয়ে দেওয়া হয় যে, ভোটিং লাইন এই সপ্তাহে বন্ধ রয়েছে। তাই কিছুটা ধন্দেই ছিলেন দর্শকেরা। বহু নেটিজেনই কমেন্ট করেন যে, তাহলে হয়তো এই সপ্তাহে কোনও প্রতিযোগীরই এলিমিনেশন হচ্ছে না। কিন্তু সবাইকে চমকে দিয়ে 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে যান আব্দু রজিক (Abdu Rozik)। তাজাকিস্তানের এই ইন্টারনেট সেনসেশন (Internet Sensation) 'বিগ বস'-এর ঘরে সকলের ভালোবাসা জিতে নিয়েছেন। কিন্তু নমিনেটেড না হয়েও কীভাবে আচমকা শোয়ের মাঝখান থেকে বেরিয়ে গেলেন আব্দু?
কী কারণে 'বিগ বস' থেকে বেরিয়ে গেলেন আব্দু?
১৯ বছর বয়সী ইন্টারনেট সেনসেশন আব্দু রজিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর সঙ্গে ছবি নেই এমন কোনও তারকা নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে বিরাট কোহলি, সকলের সঙ্গে ছবি রয়েছে তাঁর। সেই আব্দু রজিকই চলতি বছরের 'বিগ বস'-এ প্রতিযোগী হয়ে এসেছেন। শুধু তাই নয়, দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসাও পাচ্ছেন। কিন্তু নমিনেটেড না হয়েও কী কারণে আব্দু বেরিয়ে গেলেন, তা নিয়ে উঠে আসছে নানা কারণ। প্রথমে শোনা গিয়েছিল, স্বাস্থ্য সংক্রান্ত নানা কারণেই বেরিয়ে গিয়েছেন তিনি। কিন্তু শেষ সম্প্রচারিত এপিসোডে জানা গিয়েছে, একটি জীবন বদলে দেওয়া প্রোজেক্টে কাজ করার সুযোগ পেয়েছেন আব্দু। আর সেই কারণেই 'বিগ বস'-এর ঘর থেকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে তাঁকে। তিনি ফের এই রিয়েলিটি শোয়ে ফিরে আসবেন। তবে, তিনি অতিথি হিসেবে ফেরত আসবেন নাকি প্রতিযোগী হিসেবে, তা ঠিক করবেন ঘরের অন্যান্য প্রতিযোগীরাই।
আরও পড়ুন - Avatar 2 Box Office Collection: দ্বিতীয়দিনই একাধিক রেকর্ড ভাহল জেমস ক্যামেরনের 'অবতার ২'
প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিনেত্রী নিমরিত আলুওয়ালিয়ার জন্মদিনে আব্দু রজিককে নিয়ে মজা করেন সাজিদ খান থেকে অন্যান্য সদস্যরা। যা নিয়ে তীব্র সমালোচনা দেখা দেয়। সঞ্চালক সলমন খানও আব্দুকে নিয়ে মজা করার কারণে সাজিক খানকে ভর্ৎসনা করেন।