Bigg Boss 16: চলতি সিজন 'বিগ বস'-এ সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া প্রতিযোগী কে?
Bigg Boss 16 Updates: তারকাদের ঝগড়া, খুনসুটি, পারফরম্যান্স, টাস্ক, বন্ধুত্বপূর্ণ ব্যবহার নিয়ে জমজমাট হয়ে উঠেছে 'বিগ বস ১৬'। জানেন কি এই শোয়ের জন্য সবথেকে বেশি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কোন প্রতিযোগী?
মুম্বই: শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss)। সঞ্চালক সলমন খান (Salman Khan) চলে এসেছেন 'বিগ বস ১৬' (Bigg Boss 16) নিয়ে। একঝাঁক তারকাকে দেখা যাচ্ছে ই রিয়েলিটি শোয়ে। ছোট পর্দা থেকে বড় পর্দার তারকাদের দেখা যাচ্ছে প্রতিযোগী হিসেবে। পাশাপাশি নেট দুনিয়া মাতানো বেশ কয়েকজন তারকাও রয়েছেন। আবদু রজিক, এম সি স্ট্যান, গোরি নাগোরিদের মতো সোশ্যাল মিডিয়া মাতানো ব্যক্তিরা রয়েছেন এখানে প্রতিযোগী হিসেবে। আবার 'বিগ বস মরাঠি'র বিজয়ী শিব ঠাকরেও শো মাতাচ্ছেন। তারকাদের ঝগড়া, খুনসুটি, পারফরম্যান্স, টাস্ক, বন্ধুত্বপূর্ণ ব্যবহার নিয়ে জমজমাট হয়ে উঠেছে 'বিগ বস ১৬'। কিন্তু জানেন কি এই শোয়ের জন্য সবথেকে বেশি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কোন প্রতিযোগী?
'বিগ বস ১৬'-র সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া প্রতিযোগী কে?
চলতি বছর 'বিগ বস'-এ ঘরের প্রতিযোগীদের তালিকায় সবথেকে বড় নাম অবশ্যই পরিচালক সাজিদ খান (Sajid Khan)। তাই তিনিই যে এই সিজনের সবথেকে বেশি টাকা পারিশ্রমিক নেওয়া প্রতিযোগী হবেন, তা ভাববেন সকলেই। কিন্তু আসলে এই ভাবনা সঠিক নয়। সাজিদ খান 'বিগ বস ১৬'র সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া প্রতিযোগী নন। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, চলতি সিজন 'বিগ বস'-এ এপিসোড পিছু সবথেকে বেশি টাকা পারিশ্রমিক নেওয়া প্রতিযোগী সুম্বুল টাকির (Sumbul Touqeer)। কি নামটা শুনেই চমকালেন নিশ্চয়ই? ভাবছেন, এত নামী নামী তারকা থাকতে কিনা সুম্বুল সবথেকে বেশি টাকা পারিশ্রমিক নিচ্ছেন? হ্যাঁ। আপনার মতো অনেকেই চমকাচ্ছেন এই তথ্য জেনে।
আরও পড়ুন - Sajid Khan: 'বিগ বস'-এর ঘরে সাজিদ খানকে দেখেই বলিউড ছাড়লেন এই নায়িকা
কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সুম্বুল?
সুম্বুল টাকির ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশনের 'বৌমা'দের তালিকায় সবথেকে জনপ্রিয় তিনিই। ধারাবাহিক 'ইমলি'তে তাঁর অভিনয় প্রশংসিত হয়। পাশাপাশি তিনি দর্শকদের কাছে নজর কেড়ে নেন নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য। 'বিগ বস ১৬'র সমস্ত প্রতিযোগীদের মধ্যে বয়সে সবথেকে ছোট সুম্বুল। তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। জানা গিয়েছে, জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হিসেবে থাকার জন্য প্রতি সপ্তাহে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। আর তার সঙ্গে শো জমিয়েও রেখেছেন সুম্বুল। সদ্য সম্প্রচারিত এপিসোডে তাঁকে নামী ডান্সার গোরি নাগোরির সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করতে দেখা যায়।