Bigg Boss 16: বড় চমক! 'বিগ বস'-এর ঘরে নতুন সদস্যের আগমন, কে এই মাহিম?
Mahim: ঘরের প্রতিযোগীদের জন্য এবার চমকের আয়োজন করা হল। 'বিগ বস'-এর ঘরে নতুন সদস্যের আগমন ঘটল। মাহিম। কে এই মাহিম?
মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss)। চলতি বছর তার 'ষোলোতম সিজন' চলছে। প্রতিযোগীদের পারস্পরিক নানা ঘটনায় জমে উঠেছে 'বিগ বস' (Bigg Boss 16)। আর ঘরের প্রতিযোগীদের জন্য এবার চমকের আয়োজন করা হল। 'বিগ বস'-এর ঘরে নতুন সদস্যের আগমন ঘটল। মাহিম (Mahim)। কে এই মাহিম?
'বিগ বস'-এর ঘরের নতুন সদস্য কে এই মাহিম?
সম্প্রতি 'বিগ বস ১৬'-র যে এপিসোড সম্প্রচারিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ে নিউ এন্ট্রি হয়েছে। নতুন সদস্যের আগমন হয়েছে ঘরে। নতুন সদস্যের নাম মাহিম। না। এই সদস্য কোনও মানুষ নয়। একটি সারমেয়। ঘরের প্রতিযোগীরা অনেকেই তাঁর নিজের নিজের পোষ্যকে মিস করছেন। সম্প্রতি কিছুদিন আগেই টিনা দত্ত তাঁর পোষ্য রানিকে হারিয়েছেন। দীর্ঘদিন পোষ্যদের দেখতে না পেয়ে মন খারাপ তাঁদের। আর তাই প্রতিযোগীদের মন ভালো করতে ''বিগ বস''-এর পক্ষ থেকে মাহিমকে পাঠানো হল ঘরে। চারপেয়ে এই সদস্যকে পেয়ে খুশি ঘরের অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও বিগ বসের ঘরে আগমন হয়েছে সারমেয়র। বেশ কয়েকটি সিজন আগে আগমন হয়েছিল অ্যাঞ্জেলের। সেটিও ছিল একটি সারমেয়।
">
আরও পড়ুন - Happy Birthday Salman Khan: জন্মদিনে একনজরে বলিউড সুপারস্টার সলমন খানের সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য
প্রসঙ্গত, বিগ বসের ঘরে ফিরে এসেছেন ইন্টারনেট সেনসেশন আব্দু রজিক। একটি গেম প্রোজেক্টে কাজ করার জন্য তিনি কয়েকদিনের বিরতি নিয়েছিলেন। ছুটি কাটিয়ে ফের বিগ বসের ঘরে ফিরে এসেছেন তিনি। তাঁকে দেখে আপ্লুত নিমরত থেকে শিব কিংবা সাজিদ খান।
">
">