Bipasha Basu: 'জীবনে ভাল কিছু করেছিলাম বলে তোমার ভালবাসা পেয়েছি', কর্ণের জন্মদিনে লিখছেন বিপাশা
Bipasha Basu on Karan Singh Grover's Birthday: সোশ্যাল মিডিয়ায় আজ একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। ছোট্ট মেয়ে দেবীকে কোলে নিয়ে রয়েছেন তিনি।
কলকাতা: প্রিয় মানুষের জন্মদিন, মেয়ে দেবীকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'বার্থ ডে বয়'-এর সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। আজ কর্ণ সিং গ্রোভার (Karan Singh Grover)-এর জন্মদিন। স্বামীর জন্মদিনে আদুরে শুভেচ্ছা নতুন মা বিপাশার।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। ছোট্ট মেয়ে দেবীকে কোলে নিয়ে রয়েছেন তিনি। তবে একটি সাদা রঙের হার্ট সাইনের ইমোজি ব্যবহার করে তিনি ঢেকে দিয়েছেন খুদের মুখ। আর দেবীর মাথায় আদুরে চুম্বন করছেন বাবা কর্ণ। ৩ জনেই পরে রয়েছেন সাদা পোশাক। এই ছবি শেয়ার করে বিপাশা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবনের সবকিছু। প্রত্যেক বছর এই দিনটা আমার কাছে ভীষণ বিশেষ। আমি নিশ্চয়ই ভাল কিছু করেছিলাম যার জন্য তোমার ভালাবাসা পেয়েছি। তুমি সবসময় সেরাটা পাও। সেরা স্বামী, আর এখন সেরা বাবা হয়ে ওঠার জন্য ধন্যবাদ।'
বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে এখনও পর্যন্ত দেবীর ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি (Anushka Sharma and Virat Kohli)-থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস (Priyanka Chopra and Nick Jonas), অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছেন কর্ণ ও বিপাশাও।
View this post on Instagram