Karan Johar on Rani: 'এখনও পর্যন্ত রানির সেরা অভিনয়', 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'-র ট্রেলার দেখে মন্তব্য কর্ণের
Karan Johar on Rani Mukherjee: আসিমা ছিব্বারের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে ১৭ মার্চ। এই ছবিতে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্যকে
মুম্বই: একদিকে এক মা, অন্যদিকে একটা গোটা দেশ। তাও বিদেশ। একদিকে আইন, নিয়ম, অন্যদিকে মায়ের স্নেহ, অন্ধ ভালবাসা। এই দুয়ের টানাপোড়েনে মুক্তির পরেই চর্চায় 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)-র ট্রেলার (Trailer)। রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) অভিনীত এই ছবির প্রশংসায় গোটা বলিউড। আর নতুন এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত লম্বা একটি চিঠি লিখে ফেললেন কর্ণ জোহর (Karan Johar)।
সোশ্য়াল মিডিয়ায় 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' -র ট্রেলার শেয়ার করে কর্ণ লিখছেন, 'এমন মনখারাপ করে দেওয়া আর সাহসী একটা ছবির ট্রেলার দেখে আমি ধন্য। এখনও পর্যন্ত এই ছবিই রানি মুখোপাধ্যায়ের সেরা পারফরমেন্স বলে মনে হচ্ছে আমার। একজন মায়ের চরিত্রকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা, মায়ের ভয়, স্নেহ এমন সমস্ত অভিব্যক্তিকে সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন রানি। আমার মনে হয় না ভারতে এমন কোনও বাবা-মা থাকবেন, যাকে এই ছবিটি ছোঁবে না।' প্রযোজনা সংস্থা ও পরিচালককেও সাধুবাদ জানিয়েছেন কর্ণ।
আরও পড়ুন: Yash Dashgupta: হ্যাকিংয়ের কবলে যশ? প্রশ্নের মুখে অফিসিয়াল ফেসবুক পেজের নিরাপত্তা
আসিমা ছিব্বারের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে ১৭ মার্চ। এই ছবিতে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্যকে। এই ছবির হাত ধরেই বলিউডে প্রথম পা রেখেছেন অনির্বাণ। রানি মুখোপাধ্যায়ের স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ট্রেলারে অনির্বাণ নজর কেড়েছেন আর রানিকে দেখা গিয়েছে একেবারে বাঙালিনী লুকে। শাড়ি, শাঁখা পলায় রানি বাঙালি মা। যিনি আইন বোঝেন না, নিয়ম বোঝেন না, কেবল বোঝেন তাঁর সন্তানের সাহচর্য।
View this post on Instagram