Kartik Aaryan: 'আমি সম্মানিত...', ফেমিনা মিস ইন্ডিয়ার বিজয়ীদের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছাবার্তা কার্তিকের
Femina Miss India 2023: আলো ও গ্ল্যামারের ঝলকানিতে অনুষ্ঠিত হওয়া বিউটি প্যাজেন্টের প্রত্যক্ষদর্শী ছিলেন কার্তিক কেবল তাইই নয়, একইসঙ্গে তিনি ফাইনাল অনুষ্ঠানে মঞ্চে পারফর্মও করেন।
নয়াদিল্লি: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) রবিবার শুভেচ্ছা জানালেন 'ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩'-এর (Femina Miss India World 2023) বিজয়ীদের। মিস ইন্ডিয়ার খেতাব জিতেছেন রাজস্থানের নন্দিনী গুপ্তা (Nandini Gupta of Rajasthan), দ্বিতীয় স্থানে শেষ করলেন দিল্লির শ্রেয়া পুঞ্জা (Shreya Poonja of Delhi), তৃতীয় স্থানে রয়েছেন মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং (Thounaojam Strela Luwang of Manipur)।
ফেমিনা মিস ইন্ডিয়ার বিজয়ীদের শুভেচ্ছা কার্তিক আরিয়ানের
ইনস্টাগ্রামে রবিবার একটি ছবি পোস্ট করলেন কার্তিক আরিয়ান। তিন বিউটি ক্যুইনের সঙ্গে তাঁকে পোজ দিতে দেখা যাচ্ছে ছবিতে। অভিনেতাকে এক কালো টাক্সিডো পরে দেখা গেল। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ীদের সুন্দর সাহচর্যে থাকতে পেরে আমি সম্মানিত!! শুভেচ্ছা নন্দিনী শ্রেয়া ও থাউনাওজাম স্ট্রেলা এবং বাকি সকল প্রতিযোগীকে।' আলো ও গ্ল্যামারের ঝলকানিতে অনুষ্ঠিত হওয়া বিউটি প্যাজেন্টের প্রত্যক্ষদর্শী ছিলেন কার্তিক কেবল তাইই নয়, একইসঙ্গে তিনি ফাইনাল অনুষ্ঠানে মঞ্চে পারফর্মও করেন। 'ভুল ভুলাইয়া ২' অভিনেতার সঙ্গে তাঁর 'পতি পত্নি অউর ওহ' সহ-অভিনেত্রী অনন্যা পাণ্ডেও পারফর্ম করেন অনুষ্ঠানে।
View this post on Instagram
২০২৩-এর ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব জিতলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। তৃতীয় স্থান অধিকার করেন, মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা ৭১তম মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বছর ১৯-এর এই সুন্দরী।
১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। তিনি কোটা আইআইটির পড়ুয়া। ইম্ফল, মণিপুরে এই অনুষ্ঠানটি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় নন্দিনীর একটি ছবিও শেয়ার করে নেওয়া হয়েছে। তাঁদের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'শুভেচ্ছা। এই সমস্ত মহিলারা সুন্দরী এবং তাঁদের দুর্দান্ত জ্ঞান, বাচন ক্ষমতা, ব্যক্তিত্ব রয়েছে। আশা করি ওঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই পদে ওঁদের থেকে যোগ্য আর কেউ হতে পারত না।' মোহের ডিজাইন করা সাদা লেহঙ্গা পরেছিলেন ৩ জনেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি পেডনেকরও (Bhumi Pednekar), মণীশ পালও (Manish Paul)।