Manoj Bajpayee: 'আমার এই দিকটা কেউই জানে না...', অভিনয় ছাড়া এবার কোন নতুন ভূমিকায় দেখা যাবে মনোজকে?
Manoj Bajpayee As a Writer: 'ভাইয়া জি' নামে আরেকটি ছবিতে অভিনয় করতে চলেছেন মনোজ বাজপেয়ী। তবে এবার শুধু অভিনয় নয়। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকারের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।
নয়াদিল্লি: সম্প্রতি অভিষেক চৌবের ছবি 'কিলার স্যুপ'-এর ট্রেলার মুক্তি পেয়েছে আর তারপরেই মনোজ বাজপেয়ীর অভিনয় নিয়ে ফের একবার চর্চা শুরু হয়েছে। বড়পর্দার পাশাপাশি ওটিটির দুনিয়াতেও সাড়া ফেলেছেন মনোজ। একের পর এক সিরিজ, ছবি ! কিছুদিন আগে 'সির্ফ এক বান্দা হ্যায়' ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছিলেন দর্শকদের। তারপরেও নিজের কোন সুপ্ত প্রতিভার কথা জানালেন মনোজ বাজপেয়ী ? অভিনয় ছাড়া আর কোন নতুন ভূমিকায় আসতে চলেছেন তিনি?
কোন ভূমিকায় মনোজ ?
'সির্ফ এক বান্দা হ্যায়' ছবির টিমের সঙ্গেই ফের একবার কাজ করতে চলেছেন মনোজ বাজপেয়ী। 'ভাইয়া জি' নামে আরেকটি ছবিতে অভিনয় করতে চলেছেন মনোজ বাজপেয়ী। তবে এবার শুধু অভিনয় নয়। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকারের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। একইসঙ্গে এই ছবিটির সহ-প্রযোজকও মনোজ বাজপেয়ী। এতদিন পর্যন্ত যে যে চরিত্রে দর্শক তাঁকে দেখেছেন, সেই রকমই একটি চরিত্রের কথা মাথায় রেখে এই ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি।
কী বললেন মনোজ ?
মনোজ এক সাক্ষাৎকারে জানান, 'মানুষ আমার এই দিকটা সম্পর্কে কিছুই জানেন না। আমি একইসঙ্গে একজন লেখকও। আমি থিয়েটার ছাড়ার পর লেখা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু থিয়েটার করার সময়েই বহু পথনাটক লিখেছি আমি। শুধুমাত্র অভিনয় যেহেতু এতটা সময় দাবি করে, তাই লেখার কাজটা ছেড়ে দিয়েছি। আর যে চরিত্রই আমি করি না কেন, তাতে আমার পূর্ণ মনোযোগ থাকে।'
এই ছবিতে তাঁর স্ত্রী শাবানা রেজাও প্রযোজকের ভূমিকায় থাকছেন। মনোজের কথায়, শাবানাই বেশিরভাগ দায়িত্ব সামলাচ্ছে। 'ভাইয়া জি'-র মুখ্য চরিত্র আসলে উত্তর ভারতের একটি লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হতে চলেছে। মনোজ স্পষ্টই জানান, 'বহু বছর ধরেই এই গল্পটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি চেয়েছিলাম একেবারে ভিন্নধারার একটি ছবি হিসেবে এই গল্পটা সাজাতে, কিন্তু পরিচালক অপূর্ব সিং কর্কি আমায় বলেন যে এই স্ক্রিপ্টটাকে একেবারে মূল ধারার ফর্মুলা মেনে বানানো গেলে সবথেকে ভাল হয়। অ্যাকশন থাকবে, মনোরঞ্জন থাকবে আবার আবেগের সূক্ষ্ম আসা-যাওয়াও থাকবে এই ছবিতে।'
'অরক্ষণ', 'স্পেশাল ২৬', 'ফ্যামিলি ম্যান', 'সত্যাগ্রহ'-র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনজয় করেছেন মনোজ। তাঁর মতে, 'যদি আমার কাছে এমন একটা চরিত্র বা চিত্রনাট্য আসে যেটা আমার মনকে ছুঁয়ে যায়, যদি মানসিকভাবে আমার মনে হয়, এই চরিত্রে আমার অভিনয় করা উচিত, তবেই আমি সেই চরিত্রকে হ্যাঁ বলব।'
আরও পড়ুন: Kaushik Ganuly: নতুন বছরে নতুন উদ্যোগের ঘোষণা কৌশিক-চূর্ণী-উজানের, তৈরি হল 'দ্য স্ক্রিনপ্লেয়ার্স'