Saif Ali Khan: বাবার মত ২২ গজে খেলেননি, তবুও ক্রিকেটের সঙ্গে যোগ রয়েছে সেফ আলি খানের
Saif Ali Khan Update: সেফের বাবা ভারতের কিংবদন্তি ক্রিকেটার প্রয়াত নবাব মনসুর আলি খান পতৌদি। দেশের জার্সিতে বাবা ২২ গজে খেলেছেন। ছেলে অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা।

মুম্বই: এই মুহূর্তে দেশের বিনোদন জগতের একটি নাম আলোচনায়। তিনি হলেন সেফ আলি খান। দুদিন আগেই নিজের ঘরেই আততায়ী হামলার শিকার হয়েছেন সেফ। গুরুতর আহত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই এখনও চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলিউড অভিনেতা। তাঁর অস্ত্রোপচার চলছে। বৃহস্পতিবার ভোর রাতে হামলা চলে সেফের বাড়িতে। আক্রান্ত হন অভিনেতা। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়েছে। সেফের বাবা ভারতের কিংবদন্তি ক্রিকেটার প্রয়াত নবাব মনসুর আলি খান পতৌদি। দেশের জার্সিতে বাবা ২২ গজে খেলেছেন। ছেলে অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা। পেশাদার ক্রিকেটে কখনও না খেললেও ক্রিকেটের সঙ্গে কিন্তু যোগ রয়েছে সেফ ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী করিনা কপূর খানেরও।
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সেফ ও করিনা। তারকা বলিউড দম্পতি কলকাতা টাইগার্স দলের মালিক। ২০২৪ সালে এই টুর্নামেন্টটি শুরু হয়েছে। প্রতি দল ১০ ওভার করে খেলবে। গত মরশুমে এই টুর্নামেন্টটি কলকাতা টাইগার্স জয় ছিনিয়ে নিয়েছিল। দলের প্লেয়ারদের জন্য বার্ষিক ১ কোটি টাকা করে খরচ করেছেন সেফ ও করিনা। উল্লেখ্য, সেফ বলিউডের ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নাম। তাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকার বেশি।
এদিকে, সেফকে যেভাবে নিজের বাড়িতেই হামলার শিকার হতে হল, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির সমস্ত কর্মচারীদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পরীক্ষা করে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। যখন এই ঘটনা ঘটেছে, সেই সময় থেকে শুরু করে তার ২ ঘণ্টা আগে পর্যন্ত সিসিটিভি ফুটেজ এখনও পর্যন্ত দেখা হয়েছে। কিন্তু সেই সময়ে কোনও আততায়ীকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। পুলিশ সন্দেহ করছে, আততায়ী আগে থেকেই বাড়িতে ঢুকে বসেছিল।
জানা যাচ্ছে, যে সময়ে হামলার ঘটনা ঘটেছে, সেই সময়ে বাড়িতে ছিলেন করিনা কপূর খান ও তাঁদের দুই সন্তান তৈমুর ও জেহ। হামলার সময়ে সেফ নাকি বাচ্চাদের ঘরেই ছিলেন। কর্মচারীর সঙ্গে আততায়ীর বচসা শুনে বেরিয়ে আসেন তিনি। যেহেতু তাঁদের কোনও শ্যুটিং বা বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল না, সেই কারণে অ্যাপার্টমেন্টের ভিতরে নাকি কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। বচসা শুনে বাইরে বেরিয়ে আসতেই সেফের ওপর হামলা চালায় আততায়ী।






















