Bollywood Actress: বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে কে এই বলিউড নায়িকারা? চিনতে পারছেন?
Bollywood Actress Photo: হামেশাই খবরের শিরোনামে থাকেন শিল্পা শেট্টি। তাঁর ফিটনেস রুটিন থেকে শুরু করে অভিনয়, হামেশাই খবরে থাকেন তিনি। ব্যক্তিগত জীবনেও একাধিকবার সমস্যা এসেছে তাঁর
মুম্বই: আজ 'পেরেন্ট্স ডে' (Parents Day)। আর সোশ্যাল মিডিয়ায় সেই দিন উদযাপনেই অদেখা ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ছোট্ট শিল্পা, সঙ্গে রয়েছেন বোন শমিতা শেট্টি (Shamita Shetty)-ও। পুরনো ছবি শেয়ার করে শিল্পা লিখেছেন, 'সেরা বাবা-মা হওয়ার-কে.. হ্যাপি পেরেন্টস ডে। বাবা, তোমায় খুব মনে পড়ে। মা.. ভীষণ ভালবাসি তোমায়। আমরা তোমাদের চেয়ে চিরকৃতজ্ঞ।' শিল্পা যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে চেনা দায় নায়িকাদের।
View this post on Instagram
হামেশাই খবরের শিরোনামে থাকেন শিল্পা শেট্টি। তাঁর ফিটনেস রুটিন থেকে শুরু করে অভিনয়, হামেশাই খবরে থাকেন তিনি। ব্যক্তিগত জীবনেও একাধিকবার সমস্যা এসেছে তাঁর। প্রেমে বিচ্ছেদ এসেছে, তিনি বেঁধেছেন সংসারও। তবে স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)-র ও নাম জড়িয়েছে একাধিক বিতর্কে।
২০২১ সালের ১৯ জুলাই আটক করা হয় রাজ কুন্দ্রাকে এবং ওই বছরেরই ২১ সেপ্টেম্বর জামিন মঞ্জুর হয় তাঁর। একাধিক অভিযোগের মধ্যে ভারতীয় দণ্ডবিধির তথ্য প্রযুক্তি আইন এবং মহিলাদের অশালীন প্রতিনিধিত্ব (নিষিদ্ধকরণ) আইন ভাঙার অভিযোগ ছিল রাজ কুন্দ্রার বিরুদ্ধে। পর্নোগ্রাফি মামলার পর ব্যবসায়ী বিশেষ প্রকাশ্যে আসেননি। 'লো প্রোফাইল' নিয়েই চলেন তিনি তারপর থেকে। যদিও তাঁকে এরপর যতবারই জনসমক্ষে দেখা গেছে, ততবারই তাঁর মুখ বিভিন্ন প্রকারের মুখোশে ঢাকা থাকতে দেখা গেছে। সেই কারণেও একাধিকবার তিনি শিরোনামে এসেছেন।
সম্প্রতি এক জাতীয় স্তরের বিনোদন সংস্থা সূত্রে খবর, রাজ কুন্দ্রার গ্রেফতারির ঠিক ২ বছর পর, শোনা যাচ্ছে রাজ কুন্দ্রার জেলে কাটানো ৬৩ দিন নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। মুম্বইয়ের আর্থার রোড জেলে রাজ কুন্দ্রার অভিজ্ঞতাই এই ছবির মূল বিষয়বস্তু হবে এবং তিনিই নাকি মুখ্য চরিত্রে অভিনয়ের কাজ শুরু করবেন শীঘ্রই। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'সিনেমাটি অন্যতম ভিড় হওয়া একটি জেল - আর্থার রোড জেলে রাজ কুন্দ্রা তাঁর কাটানো সময়ের মধ্যে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেটার একটি বিবরণ উপস্থাপন করবে। ছবির পরিচালকের নাম আপাতত গোপনই রাখা হয়েছে, কিন্তু - প্রযোজনা থেকে চিত্রনাট্য, ছবির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকবেন রাজ কুন্দ্রা।' আরও বলা হয়, 'এই ছবিতে - প্রথম অভিযোগ ওঠার রিপোর্ট থেকে মিডিয়ার রিপোর্টিং, জেলে কাটানো সময় থেকে জামিন মঞ্জুর হওয়ার, রাজ কুন্দ্রার গোটা সফরই তুলে ধরা হবে ছবিতে। এটা অনেকটা কুন্দ্রা ও পরিবারের দৃষ্টিভঙ্গি থেকে বলা গল্প হতে চলেছে।'