এক্সপ্লোর
Advertisement
এবার বয়ফ্রেন্ড রণবীরের প্রতিবেশী আলিয়া, পালি হিলে কিনে ফেললেন মহার্ঘ অ্যাপার্টমেন্ট
গত বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে রণবীর কপূর-আলিয়া ভট্টর ঘনিষ্ঠতা সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছিল। আর এ বছরের শেষে রণবীরের প্রতিবেশী হয়ে উঠতে কিনে ফেললেন অ্যাপার্টমেন্ট। পালি হিল ‘বাস্তু’ কমপ্লেক্সে যেখানে রণবীর থাকেন, সেখানেই ৩২ কোটি টাকা দিয়ে ২৪৬০ স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া ভট্ট।
মু্ম্বই: গত বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে রণবীর কপূর-আলিয়া ভট্টর ঘনিষ্ঠতা সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছিল। আর এ বছরের শেষে রণবীরের প্রতিবেশী হয়ে উঠতে কিনে ফেললেন অ্যাপার্টমেন্ট। পালি হিল ‘বাস্তু’ কমপ্লেক্সে যেখানে রণবীর থাকেন, সেখানেই ৩২ কোটি টাকা দিয়ে ২৪৬০ স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া ভট্ট।
এই কমপ্লেক্সের সাততলায় থাকেন রণবীর কপূর। তারই পাঁচতলায় অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন মহেশ ভট্টের কন্যা। শুধু তাই নয়, আলিয়ার এই নয়া বাসভবন রণবীরের বাড়ি অর্থাৎ কৃষ্ণা রাজ বাংলো থেকে খুব দূরে নয়।
রণবীর-আলিয়ার প্রেম কাহিনী নতুন নয়। কিন্তু তারা যে ক্রমেই ঘনিষ্ঠ হয়ে উঠছেন তার আভাস মিলেছিল লকডাউন পর্বে। একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন দুজনে। এবার আনলক পর্বে তাঁদের সম্পর্কেও আনলক-এর ছোঁয়া। আলিয়ার এই নতুন অ্যাপার্টমেন্ট সাজানোর ভার পড়েছে বলিউড ’ বাদশা‘-র পত্নী অর্থাৎ গৌরী খানের উপর। সূত্রের খবর, লক্ষ্মী পুজোর দিন গৃহপ্রবেশের পুজোও সেরে ফেলেছেন আলিয়া। সেদিন বেশকিছু বন্ধুবান্ধব যেমন করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, জীবনের বিশেষ সঙ্গী রণবীর, আত্মীয় পরিজন হাজির ছিলেন আলিয়ার সুবিশাল অ্যাপার্টমেন্টে।
বর্তমানে দিদি শাহিন ভট্টের সঙ্গে জুহুতে থাকেন আলিয়া। গতবছরই ১৩ কোটি টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন একাধিক সুপারহিট ছবির নায়িকা। সূত্রের খবর অ্যাপার্টমেন্টে ইন্টেরিয়র ডিজাইনের কাজ শেষ হলেই জুহুর বাড়ি থেকে এখানেই চলে আসবেন আলিয়া। রণবীরের ঘরণী হওয়ার আগে প্রতিবেশী হয়ে উঠতে চান আলিয়া।
এত কিছুর মধ্যে রবিবার দিদি শাহিন ভট্টের জন্মদিন ছিল। দিদির বার্থ ডে বলে কথা। তাই সোশ্যাল মিডিয়ায় দিদিকে ভালোবাসা জানিয়ে লম্বা পোস্ট করেছিলেন আলিয়া।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement