এক্সপ্লোর
Armaan Malik Marriage: প্রেমিকাকে বিশেষভাবে বিয়ের প্রস্তাব জানিয়েছিলেন আরমান, কে এই আশনা?
Armaan Malik Wife: কীভাবে শুরু হয়েছিল আরমান আর আশনার প্রেম? শোনা যায়, ২০১৭ সালে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা।

কে এই আরমান মালিকের স্ত্রী আশনা?
1/10

নতুন বছরে নতুন জীবন শুরু করলেন সঙ্গীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি।
2/10

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ছবি। লিখলেন, 'তুমিই আমার ঘর'।
3/10

কিন্তু কীভাবে শুরু হয়েছিল আরমান আর আশনার প্রেম? শোনা যায়, ২০১৭ সালে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা।
4/10

তবে কিছুদিন পরেই নাকি বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। ২০১৯ সালে ফের সম্পর্কে জড়ান তাঁরা।
5/10

সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব জানানোর জন্য নাকি একটি গান বেঁধেছিলেন আরমান মালিক।
6/10

‘কসম সে: দ্য প্রোপোজ়াল ফর হিজ় লেডি লভ’ নামে একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান
7/10

১৯৯৩ সালের অগস্ট মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম আশনার। আরমানের সঙ্গে তাঁর প্রেম দীর্ঘদিনের।
8/10

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিতেই শুভেচ্ছাবার্তায় ভেসেছেন আরমান মালিক। সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন আশনা। পেশায় নেটপ্রভাবী আশনার বয়স ৩১ বছর।
9/10

তিনি একজন নেটপ্রভাবী। তবে আশনার সঙ্গে বলিউড যোগও রয়েছে। ২০১৬ সালে ইউটিউবে আশনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। রাতারাতি জনপ্রিয় হয়ে যান আশনা
10/10

বিয়ের আগেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন আশনা ও আরমান। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাঁরা শেয়ার করে নিতেন সেই সমস্ত ছবি। আর এবার পরিবারকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়লেন আরমান
Published at : 03 Jan 2025 07:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
