Yami Gautam Baby Boy: শ্রীকৃষ্ণ ও মহাভারত যোগ, নামকরণ বেদানুসারে, মা হলেন ইয়ামি গৌতম
Celebrity Kid: অক্ষয় তৃতীয়ায় ইয়ামির কোলে সন্তান আসে বলে জানা গিয়েছে।
![Yami Gautam Baby Boy: শ্রীকৃষ্ণ ও মহাভারত যোগ, নামকরণ বেদানুসারে, মা হলেন ইয়ামি গৌতম Bollywood Actress Yami Gautam gives birth to baby boy gives him unique name Yami Gautam Baby Boy: শ্রীকৃষ্ণ ও মহাভারত যোগ, নামকরণ বেদানুসারে, মা হলেন ইয়ামি গৌতম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/d18a0fcc09c2e9b0711b599ad23d45381716192681695338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। পুত্রসন্তানের জন্ম দিলেন নায়িকা। ইয়ামি এবং পরিচালক স্বামী আদিত্য ধর সুখবর শোনালেন অনুরাগীদের। ইয়ামি এবং তাঁর স্বামীকে অভিনন্দন জানিয়েছেন সকলেই। তবে সদ্যোজাত তারকাসন্তানের নামটি বিশেষ ভাবে নজর কেড়েছে সকলের। অক্ষয় তৃতীয়ায় ইয়ামির কোলে সন্তান আসে বলে জানা গিয়েছে। (Yami Gautam Baby Boy)
সোমবার অনুরাগীদের সুখবর দেন ইয়ামি এবং আদিত্য। ইনস্টাগ্রানে যৌথ ভাবে একটি ছবি পোস্ট করেন তাঁরা, যার ব্যাকগ্রাউন্ডে শ্রীকৃষ্ণের কোলে একটি শিশুকে দেখা যায়। ওই ছবি পোস্ট করে তারকা-দম্পতি লেখেন, 'প্রিয় সন্তানের আগমনের খবর জানাতে গিয়ে রোমাঞ্চ বোধ করছি আমরা। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমাদের কোলে এসেছে বেদবিদ। আপনারা ওকে আশীর্বাদ করুন, ভালবাসায় ভরিয়ে দিন'। (Celebrity Kid)
তারকা-দম্পতি আরও লেখেন, 'মা-বাবা হিসেবে সুন্দর যাত্রা শুরু হল আমাদের। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা। ওর জীবনের প্রত্যেকটি মাইলফলক আমাদের আশান্বিত করবে যে, ওর জন্য আমাদের গোটা পরিবার গর্ব বোধ করবে এবং দেশের নামও উজ্জ্বল হবে'। হাসপাতালের চিকিৎসকদেরও ধন্যবাদ জানান ইয়ামি-আদিত্য।
View this post on Instagram
ইয়ামি এবং আদিত্য ছেলের নাম রেখেছেন বেদবিদ, যার আর্থ হল বেদ সম্পর্কে জ্ঞান রয়েছে যাঁর। বেদবিদ নামের সঙ্গে হিন্দুদের আরাধ্য ভগবান বিষ্ণু, মহাদেব এবং রামের সংযোগও রয়েছে। আবার যে অক্ষয় তৃতীয়ায় জন্ম নিয়েছে ইয়ামি-আদিত্যের সন্তান, সেই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাভারতে। কারণ অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের থেকে অক্ষয়পত্র প্রাপ্তি হয়েছিল পাণ্ডবদের। আবার অক্ষয় তৃতীয়াতেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়।
বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও, ব্য়ক্তিগত জীবনকে বরাবরই লোকচক্ষুর আড়ালে রেখে এসেছেন ইয়ামি এবং আদিত্য। এমনকি তাঁদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, তাও টের পাননি কেউ। করোনার সময়, হিমাচলের মান্ডিতে বিয়ে সারেন ইয়ামি এবং আদিত্য। সাকুল্যে পরিবারের ২০ জন সদস্য উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে। ইয়ামি অন্তঃসত্ত্বা বলেও অনেক পরেই জানতে পেরেছিলেন সকলে। সন্তানের জন্মের কথাও অনেক দেরিতেই জানালেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)