Zareen Khan: ফের কলকাতায় এসে কোর্টে হাজিরা বলিউড অভিনেত্রী জারিন খানের
Zareen In Sealdah Court: বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে কী অভিযোগ ? কেন ফের কলকাতায় এসে কোর্টে হাজিরা দিলেন তিনি ?
কলকাতা: 'হাউসফুল-২'হোক , কিংবা 'হেট স্টোরি-৩', ছবিগুলির নামের সঙ্গে খুব সহজেই নাম মনে করা যায়। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জারিন খান। তবে এবার সেই অভিনেত্রীর বিরুদ্ধেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। টাকা নিয়ে অনুষ্ঠানে না আসার অভিযোগের মামলায় ফের কলকাতায় এসে কোর্টে হাজিরা দিলেন অভিনেত্রী জারিন খান ( Actress Zareen Khan)।
শিয়ালদা আদালতে (Sealdah Court) হাজিরা দিলেন অভিনেত্রী জারিন খান। মূলত ২০১৮-এ কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কালীপুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল জারিন খানের। সাড়ে ১২ লক্ষ টাকা নিয়েও, কলকাতা ও উত্তর ২৪ পরগনার কালীপুজোর ৬টি অনুষ্ঠানে আসেননি জারিন খান, বলে অভিযোগ। অভিনেত্রী টাকাও ফেরত দেয়নি বলে অভিযোগ। অভিনেত্রীকে একটি প্রচারমূলক ভিডিও-তে বলতে শোনা যায়, 'নমস্তে, ম্যায় হুঁ জারিন খান। ম্যায় আ রহি হুঁ, আপকে শহর কলকাতা ৫ নভেম্বর কালীপুজো কি প্যান্ডালও মে।' কিন্তু তিনি কথা রাখেননি। ১১ ডিসেম্বর শিয়ালদা আদালত থেকে জামিন পেয়েছেন জারিন খান। এবং আজ ফের শিয়ালদা আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী।
ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্টের মালিক বিশাল গুপ্ত গুরুতর অভিযোগ এনেছিলেন অভিনেত্রীর নামে। তাঁর নাকি সকাল সাড়ে ৬টায় ফ্লাইট ছিল। কিন্তু তিনি তা মিস করেন। এরপর ওই সংস্থাকে দিয়ে একাধিকবার তিনি প্লেনের টিকিট বুক করান। বিশাল গুপ্তর অভিযোগ, সে সময় ১ লাখ ৮০ হাজার করে টিকিট। ৫ বার বুক করান চারজনের জন্য। তাতে ৪২ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এছাড়াও সাড়ে ১২ লক্ষ টাকা জারিন নিয়েছিলেন অ্যাপিয়ারেন্সের জন্য।' কিন্তু তিনি আসেননি।
এদিকে তার প্রেক্ষিতেই এবার সোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেছেন অভিনেত্রীর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। বলিউড অভিনেত্রীর আইনজীবীর দাবি, এ বিষয়ে একটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এরপরও নিম্ন আদালতের এই রায় খতিয়ে দেখা হবে। অনুষ্ঠানের জন্য অভিনেত্রীকে দেওয়া প্রতিশ্রুতিও পালন করা হয়নি বলে জারিন খানের আইনজীবী দাবি করেছেন।
আরও পড়ুন, 'যশরত'-এর প্রযোজনায় আসছে প্রথম ছবি 'মেন্টাল', প্রকাশ্যে অফিসিয়াল পোস্টার
অভিনেত্রী না আসায় নারকেলডাঙা থানায় ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় FIR রুজু হয়ল জারিন ও তাঁর ম্যানেজার অঞ্জলি গৌতম অথার বিরুদ্ধে। জারিনকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। গত বছর ২৩ জুন জারিনের ম্যানেজার অঞ্জলিকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । অভিনেত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে নারকেলডাঙা থানার পুলিশ। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, টাকা ফেরত চাইলে আন্ডারওয়ার্ল্ডকে দিয়ে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন অভিনেত্রী।