Bollywood Celebrities Update: একসঙ্গে নববর্ষ কাটাচ্ছেন ইশান খট্টর ও অনন্যা পাণ্ডে, ভাইরাল ছবি
Bollywood Celebrities Update: বছর শেষে অনেকেই বাইরে পাড়ি দিয়েছেন। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি সকলে। এবার ছবি দেখে মনে করা হচ্ছে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ইশান খট্টর ও অনন্যা পাণ্ডে।
নয়াদিল্লি: বলিউডে জোর গুঞ্জন। প্রেমের সম্পর্কে আছেন ইশান খট্টর (Ishaan Khatter) ও অনন্যা পাণ্ডে (Ananya Panday)। যদিও নিজের মুখে কোনওদিনই কিছু স্বীকার করেননি তারকারা। তবে তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট এমনই ইঙ্গিত দিচ্ছে। ছবি দেখে মনে হচ্ছে গত বছরের মতো দুই তারকা একইসঙ্গে নতুন বছরের উদযাপন করছেন।
বৃহস্পতিবার রাতে অনন্যা পাণ্ডে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। রণথম্বোরের জাতীয় উদ্যানে প্রকৃতির কোলে দেখা যায় অভিনেত্রীকে। তার কয়েক ঘণ্টা পরেই প্রকৃতির ছবি পোস্ট করেন অভিনেত্রী। আকাশজুড়ে তারার মেলা। লেখেন, 'আকাশ ভরা তারা'।
অন্যদিকে শুক্রবার, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘুরতে গিয়ে ছবি শেয়ার করলেন অভিনেতা ইশান খট্টর। প্রথমে দেখা যায় আগুন পোহাচ্ছেন। তবে তার পরের ছবি দেখে স্পষ্ট সেটি আগের দিনে তোলা। কারণ অনন্যা আর ইশানের পোস্ট করা ছবি হুবহু একই।
গত বছর ইশান ও অনন্যা তাঁদের নববর্ষ কাটিয়েছিলেন মলদ্বীপে। অনন্যা ও ইশান একসঙ্গে ২০২০ সালে 'খালি পিলি' ছবিতে কাজ করেছেন।
কিছুদিন ধরেই একাধিক ছবি পোস্ট করছেন অনন্যা পাণ্ডে। প্রকৃতির কোলে বেশ ভাল সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী। রণথম্বোর জাতীয় উদ্যানে সময় কাটাচ্ছে তিনি। 'গহেরাইয়াঁ' অভিনেত্রী বর্ষবরণের আনন্দ উদযাপন করছেন নিজের মেজাজে। অনন্যা পাণ্ডের চলতি বছর অন্যতম ব্যস্ত বছর ছিল। তিনি এই বছর শকুন বাত্রার 'গহেরাইয়াঁ' ও 'লাইগার'-এর শ্য়ুটিংয়ে ব্যস্ত ছিলেন। এছাড়া তাঁরও নাম জড়ায় মুম্বই মাদককাণ্ডে।
সম্প্রতি প্রকাশ্যে আসে শকুন বাত্রার 'গহেরাইয়াঁ' ছবির নাম। ছবির টিজার শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'আরও খানিক গভীরে যাওয়ার সময় হয়েছে।' এই ছবিতে অনন্যাকে দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।