এক্সপ্লোর
Advertisement
দেখুন, বিরাট-অনুষ্কা থেকে নুসরত-নিখিল, কেমন করে পালন করলেন করওয়া চৌথ
বলিটাউনের তারকারা বাস্তবেও করওয়া চৌথের ব্রত পালন করলেন মহাধূমধামে। নিখিল-নুসরত, নিক-প্রিয়ঙ্কা, শিল্পা-রাজ, বিরাট-অনুষ্কা, তাহিরা-আয়ুষ্মান, সকলেই আনন্দ করে পালন করলেন এই ব্রত।
মুম্বই: করওয়া চৌথ। রুপোলি পর্দায় বারবার উঠে এসে এই রীতি পালনের ছবি। উপবাস, চাঁদ দেখার রীতির সঙ্গে উঠে এসেছে জাঁকজমক-রোশনাই এর ছবি। বলিটাউনের তারকারা বাস্তবেও করওয়া চৌথের ব্রত পালন করলেন মহাধূমধামে। নিক-প্রিয়ঙ্কা, শিল্পা-রাজ, বিরাট-অনুষ্কা, তাহিরা-আয়ুষ্মান, সকলেই আনন্দ করে পালন করলেন এই ব্রত।
অনুষ্কা ইনস্টাগ্রাম ও ট্যুইটারে বিরাটের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, কোহলিও তাঁর সঙ্গে ব্রতর উপবাস রেখেছেন। এবার ছিল তাঁদের দ্বিতীয় করওয়া চৌথ।
করওয়া চৌথ পালনের জমায়েত হয়েছিল অনিল কপূরের বাড়িতে। সেখানে অনিলের স্ত্রী সুনীতার আমন্ত্রণে এসেছিলেন অনেকে। অনিল এই বয়সেও তাঁর স্ত্রীর সঙ্গে উপবাস পালন করেছেন।
বরাবরের মতোই অসম্ভব চোখধাঁধানো সাজে স্বামী রাজের সঙ্গে করওয়া চৌথ পালন করলেন শিল্পা শেট্টি। সেই ছবি আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পর ১০ বছর পেরিয়েও রাজ-শিল্পার ভালবাসা যে অটুট তা প্রকাশ পেয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া বার্তায়। ছবিতে রাজের পা ছুঁতেও দেখা গেল শিল্পাকে। যদিও সেই নিয়ে খুবই মজা করেছেন শিল্পা নিজেই।
স্ত্রী তাহিরার জন্য উপবাস রেখেছিলেন আয়ুষ্মান খুরানা। শো-এর কাজে দুবাই থেকে ভিডিও আলাপেই সারলেন ব্রত পালন। লিখেছেন, এখনও তাঁকে কিছু ওষুধ খেতে হচ্ছে। তাই তাহিরার পক্ষে উপবাস রাখা সম্ভব হয়নি। তাঁর হয়ে ব্রত রাখছেন আয়ুষ্মান।
ঐশ্বর্যা রাই ব্রত পালন করলেন ননদ শ্বেতা নন্দা, শাশুড়ি জয়ার সঙ্গে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন সোনালি বেন্দ্রেও।
করওয়া চৌথ পালন করলেন নতুন বিয়ে করা সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানও। নিখিল জৈনের পরিবারের সঙ্গে আনন্দে কাটালেন দিনটা। নিখিলের সঙ্গে একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন তিনি। স্বামী-স্ত্রী দুজনেই উপবাস রেখেছেন, এমনটাই জানিয়েছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement