এক্সপ্লোর
Advertisement
জায়রার শ্লীলতাহানি: করিনা বললেন মেয়েরা জন্ম থেকেই যোদ্ধা, এই আচরণ সহ্য করব না
মুম্বই: ছিঃ! শনিবার দিল্লি থেকে মুম্বইগামী এয়ার ভিস্তারার বিমানে জায়রা ওয়াসিমের শ্লীলতাহানির ঘটনা প্রসঙ্গে গোটা বলিউডের মুখে এই একটা কথাই বিভিন্নভাবে শোনা গিয়েছে গত ২৪ ঘণ্টায়। প্রত্যেকেই মনে করেন, এখন শুধু বলার নয়, কাজে করে দেখানোর সময় এসে গিয়েছে। এধরনের কার্যকলাপে যুক্তদের কঠিন থেকে কঠিনতম সাজা হওয়া উচিত। জায়রার সঙ্গে শনিবার রাতে বিমানে যা ঘটেছে, সেই ঘটনায় অভিনেত্রী সাবালিকা না হয়েও, যেভাবে প্রতিবাদ করেছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়, মনে করেন ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যক্তিরা। গতকাল সন্ধেবেলাই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আজ তাকে আদালতে পেস করা হয়েছে। এবার তার কঠোর সাজার দাবিতে সরব বলিউড অভিনেত্রী করিনা কপূর, ভূমি পেডনেকার, মাধুরী দিক্ষীত, জারিন খান, ছোটপর্দার অভিনেত্রী মৌনী রায়ের মতো একাধিক ব্যক্তি।
ভূমির কথায়, আমজনতা মনে করেন, বিনোদন দুনিয়ায় যাঁরা কাজ করেন, তাঁরা বোধহয় জনগণের সম্পত্তি। কিন্তু বাস্তবটা মোটেই তা নয়, সেটা কেউ বোঝেন না। লোকে নিজের সেই অসুস্থ মানসিকতা নিয়েই তারকাদের সঙ্গে অভ্যব আচরণ করেন।
করিনা মনে করেন, মেয়েরা পুরুষদের থেকে সর্বক্ষেত্রে, সবজায়গায় অনেক বেশি এগিয়ে, দক্ষ। তাই মানুষ ঈশ্বর বন্দনাও যখন করেন, তখন দেবী বন্দনা করেন, দেবতাদের নয়। অথচ, এই জগতে মহিলাদের অসম্মান করে পুরুষরা। আসলে মেয়েরা জন্ম থেকে যোদ্ধা, এবং প্রতিটি নারীর মধ্যেই সেই চারিত্রিক বৈশিষ্ট লক্ষ্যনীয়।সেটা মেনে নিতে না পেরে পুরুষরা দুর্বলমুহূর্তের সুযোগ নিয়ে অভ্যবতা করে।
তাপস্বী পান্নু, যিনি মহিলাদের ওপর ঘটা যেকোনও রকমের অবিচারের বিষয়ে অনেক বেশি সরব, আশা রাখেন জায়রা শীঘ্রই বিচার পাবেন।
কিংবদন্তী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বক্তব্য, যে দেশে মহিলাদের ক্ষমতায়ন, নারী শিক্ষা নিয়ে এত কথা হয়, সেখানে এখনও মেয়েদের সঙ্গে এধরনের ঘটনা ঘটছে, সেটা খুবই লজ্জার। আসলে মানুষকে সেই শিক্ষাটা দেওয়া প্রয়োজন, যেখানে একজন পুরুষ মহিলাদরে সম্মান করতে শিখবে সব কিছুর আগে। জারিন খান মনে করেন, ছোট ছোট বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে, এধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনওভাবেই না ঘটে, সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত।
এই ঘটনার সমালোচনায় সরব সুশান্ত সিংহ রাজপুতের বহু অভিনেতাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
জেলার
Advertisement