Bollywood Drugs Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা অর্জুন রামপালের বান্ধবীর দাদা
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বই এবং গোয়ার দুটি দল একত্রে অভিযান চালায়। এরপরই গোয়া থেকে গ্রেফতার হন গ্যাব্রিয়েলার দাদা অ্যাগিসিলাওস দিমিত্রিদেস।
মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে বলিউডে মাদক সংযোগ নিয়ে আরও তৎপর হয়েছে নারকোটিক্স কন্ট্রাল ব্যুরো (NCB)। এবার সেই মাদক মামলায় অর্জুন রামপালের (Arjun Rampal) বান্ধবী গ্যাব্রিয়েলার দাদাকে গ্রেফতার করল এনসিবি। জানা গিয়েছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বই এবং গোয়ার দুটি দল একত্রে অভিযান চালায়। এরপরই গোয়া থেকে গ্রেফতার হন গ্যাব্রিয়েলার দাদা অ্যাগিসিলাওস দিমিত্রিদেস।
আরও পড়ুন - সিদ্ধার্থ-ভিকি-টাইগার, রোহিত শেট্টির আগামী ছবিতে নায়কের চরিত্রে কে?
আরও পড়ুন - Raqesh Bapat Shamita Shetty Dinner Date: হাতে হাত রেখে ছবি পোস্ট, ডিনার ডেটে ক্যামেরাবন্দি রাকেশ - শমিতা
গত বেশ কয়েকমাস ধরেই বলিউডে মাদক সংযোগ নিয়ে ধরপাকড় শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বাড়িতে নিষিদ্ধ মাদক মজুত করার অপরাধে এর আগে গ্রেফতার হন প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খান। এরপর এজাজ খানকে জিজ্ঞাসাবাদ করায় উঠে আসে অভিনেতা গৌরব দীক্ষিতের নাম। জেরায় এজাজ খান জানিয়েছিলেন যে, তিনি অভিনেতা গৌরব দীক্ষিতের কাছ থেকে মাদক কিনতেন। এছাড়াও গৌরব যে বলিউডের অনেককেই মাদক সরবরাহ করতেন, তাও জানান এজাজ খান। এরপরই অভিনেতার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সদস্যরা। পরবর্তীতে গ্রেফতার হন অভিনেতা গৌরব দীক্ষিত। যদিও সদ্যই ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন তিনি। অন্যদিকে একইরকমভাবে বাড়িতে নিষিদ্ধ মাদক রাখার অপরাধে গ্রেফতার হন আর এক প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং বলিউড অভিনেতা আরমান কোহলি।
আরও পড়ুন - Himalayan Film Festival: এই মুহূর্তে লাদাখে কী করছেন সিদ্ধার্থ মলহোত্র?
প্রসঙ্গত, এই প্রথমবার মাদক মামলায় গ্রেফতার হলেন না অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলার দাদা অ্য়াগিসিলাওস। জানা যাচ্ছে এর আগে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরই গত বছর মাদক সংযোগের কারণে গ্রেফতার হন তিনি।