Parineeti Chopra in Maldives: লাল ভেলভেটের মনোকিনিতে মলদ্বীপে উত্তাপ বাড়ালেন পরিণীতি চোপড়া, দেখে কী বললেন দিদি প্রিয়াঙ্কা?
মলদ্বীপের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গায় পরিণীতি চোপড়ার এই গরমাগরম ছবি আরও উত্তাপ বাড়িয়েছে নেট মাধ্যমে। যা দেখে অন্যান্য নেট নাগরিকদের পাশাপাশি কমেন্ট করতে ছাড়েননি তাঁর দিদি প্রিয়াঙ্কা চোপড়াও
মুম্বই : বলিউড তারকাদের সবথেকে প্রিয় হলিডে ডেস্টিনেশন হয়ে গিয়েছে মলদ্বীপ। করিনা কপূর খান থেকে অনন্যা পান্ডে, যে যখনই কাজের ফাঁকে সময় পাচ্ছেন, টুক করে ছুটি কাটাতে উড়ে যাচ্ছেন মলদ্বীপে। তেমনই এখন প্রিয় মলদ্বীপে ছুটির মেজাজে রয়েছেন পরিণীতি চোপড়া। আর সেখান থেকেই পোস্ট করলেন নিজের ছবি। যা দেখে ইতিমধ্যেই নেট দুনিয়ায় উত্তাপ আরও খানিকটা বেড়ে গিয়েছে।
সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মলদ্বীপে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন 'সাইনা' অভিনেত্রী পরিণীতি চোপড়া। যে ছবিতে তাঁকে লাল ভেলভেটের মনোকিনিতে দেখা যাচ্ছে। আর মলদ্বীপের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গায় পরিণীতি চোপড়ার এই গরমাগরম ছবি আরও উত্তাপ বাড়িয়েছে নেট মাধ্যমে। যা দেখে অন্যান্য নেট নাগরিকদের পাশাপাশি কমেন্ট করতে ছাড়েননি তাঁর দিদি প্রিয়াঙ্কা চোপড়াও।
আরও পড়ুন - 'ড্রিমগার্ল-এর সঙ্গে পা মেলানো স্বপ্নপূরণ', সোশ্যাল মিডিয়ায় লিখলেন উচ্ছসিত শিল্পা
পরিণীতি চোপড়ার মলদ্বীপের ছবি দেখে প্রিয়াঙ্কা চোপড়া কমেন্ট বক্সে লিখেছেন, 'আহা! অনুপ্রাণিত হয়েছো হয়তো।' দিদির কমেন্টের পাল্টা উত্তরও দিয়েছেন 'ইশকজাদে' অভিনেত্রী। লিখেছেন, 'হয়তো নয়। একদমই।' দুই বোনের এই কথপোকথন মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন পরিণীতি চোপড়া। নিজের ছবির পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও ছবি শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে। যেখানে দেখা যাচ্ছে, বলি অভিনেত্রীর সফর সঙ্গী হয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও।
আরও পড়ুন - Sidharth Shukla Update: সিদ্ধার্থ শুক্ল ছাড়াই কি হবে 'ব্রোকেন বাট বিউটিফুল' সিজন ফোর?
আরও পড়ুন - Bollywood Update: 'জাতি হুঁ ম্যায়' গানের শুটিংয়ে অদ্ভূত পরিস্থিতিতে পড়ে যান শাহরুখ, কী এমন করেছিলেন কাজল?
এই মুহূর্তে রণবীর কপূর এবং অনিল কপূরের সঙ্গে 'অ্যানিমল' ছবির কাজের জন্য ব্যস্ত রয়েছেন পরিণীতি চোপড়া। এছাড়াও তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ। শেষবার তাঁকে 'সাইনা' এবং 'সন্দীপ অউর পিঙ্কি ফরার' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে।