Bollywood on Satish Kaushik: নিজের জন্য ছবি বানাতে চেয়েছিলেন, সতীশ কৌশিকের প্রয়াণে মনখারাপি লেখা বলিউডের
Satish Kaushik Demise: যিনি অভিনয় দিয়ে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, আবার পরিচালক হয়ে উপহার দিয়েছেন দারুন সব ছবি, সেই শিল্পীর হঠাৎ প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না কেউই।
![Bollywood on Satish Kaushik: নিজের জন্য ছবি বানাতে চেয়েছিলেন, সতীশ কৌশিকের প্রয়াণে মনখারাপি লেখা বলিউডের Bollywood on Satish Kaushik: Bollywood starts wrote their memories with Satish Kaushik after his demise, know in details Bollywood on Satish Kaushik: নিজের জন্য ছবি বানাতে চেয়েছিলেন, সতীশ কৌশিকের প্রয়াণে মনখারাপি লেখা বলিউডের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/09/5aa4262c986e8e3aa28574e7cedab2cd167834552654149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ৯ তারিখ সকাল হতেই মনখারাপ করা খবর ছড়িয়ে পড়ল বলিউডে। শুধু কী বলিউড? খবর আর মনখারাপ ছড়িয়ে পড়ল অনুরাগীদের মধ্যেও। যিনি অভিনয় দিয়ে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, আবার পরিচালক হয়ে উপহার দিয়েছেন দারুন সব ছবি, সেই শিল্পীর হঠাৎ প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না কেউই। মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)।
সোশ্যাল মিডিয়ায় প্রথম এই খবর শেয়ার করেছিলেন প্রয়াত সতীশের প্রিয় বন্ধু অনুপম খের। তিনি লিখেছিলেন, 'আমি জানি মৃত্যুই জীবনের সবচেয়ে বড় সত্যি। কিন্তু আমি স্বপ্নেও কখনও ভাবিনি, জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুর সম্পর্কে আমি এই কথা লিখব। আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সতীশ কৌশিক আর বেঁচে নেই। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।'
जानता हूँ “मृत्यु ही इस दुनिया का अंतिम सच है!” पर ये बात मैं जीते जी कभी अपने जिगरी दोस्त #SatishKaushik के बारे में लिखूँगा, ये मैंने सपने में भी नहीं सोचा था।45 साल की दोस्ती पर ऐसे अचानक पूर्णविराम !! Life will NEVER be the same without you SATISH ! ओम् शांति! 💔💔💔 pic.twitter.com/WC5Yutwvqc
— Anupam Kher (@AnupamPKher) March 8, 2023
সতীশ কৌশিকের সঙ্গে শেষ ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইমার্জেন্সি ছবিতে কাজ করে সতীশ খুশি হয়েছিলেন সেই কথা জানিয়েছেন কঙ্গনা। পোস্ট করেছেন অভিনেতার সঙ্গে তাঁর একটি ছবিও। কঙ্গনা লিখেছেন, ' 'কী ভীষণ একটা খারাপ খবর শুনে ঘুম থেকে উঠলাম। আমার সবচেয়ে বড় চিয়ারলিডার ছিলেন উনি। একজন ভীষণ সফল পরিচালক আর অভিনেতা সতীশ কৌশিক। একজন সত্যিকরের ভাল মানুষ ছিলেন উনি। ইমার্জেন্সি ছবিতে ওঁকে পরিচালনা করার অভিজ্ঞতা অনবদ্য। ওঁকে চিরকাল মিস করব। ওম শান্তি।'
Woke up to this horrible news, he was my biggest cheerleader, a very successful actor and director #SatishKaushik ji personally was also a very kind and genuine man, I loved directing him in Emergency. He will be missed, Om Shanti 🙏 pic.twitter.com/vwCp2PA64u
— Kangana Ranaut (@KanganaTeam) March 9, 2023
সতীশ কৌশিকের মৃত্যুতে বিস্ময় ও শোকপ্রকাশ করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। সোশ্যাল মিডিয়ায় সতীশের একটি ছবি ট্যুইট করে তিনি লিখেছেন, 'খবরটা শুনে ভীষণ অবাক আর আহত হলাম। আমাদের বলিউডের জন্য, ওঁর পরিবারের জন্য এটা একটা বিশাল বড় ক্ষতি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন সতীশ ভাই।'
Completely shocked to read this ! What a great loss for all of us and his family! Condolences to his family & friends!May you rest in peace Satish Bhai ! https://t.co/IGJqVK3Hgk
— manoj bajpayee (@BajpayeeManoj) March 9, 2023
একসঙ্গে পুরনো একটি ছবি সামাজিক মাধ্যমের পাতায় শেয়ার করে নিয়ে শোকপ্রকাশ করেছেন সুভাষ ঘাই (Subhash Ghai)। এখটা মন ভেঙে দেওয়ার মতো খবর। আমরা আমাদের প্রিয় বন্ধুকে হারালাম। প্রিয় সতীশ, তুমি জীবনের কঠিনতম সময়ে হাসতে পারতে আর সমস্ত প্রয়োজনে সবাই তোমায় পাশে পেয়েছে। একজন দুর্দান্ত শিল্পী, একজন সৎ মানুষ আর আমাদের প্রিয় বন্ধু.. বড্ড তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে।
It’s just shattering that we lost our one best friend #DEAR SATISH - a man who always laughed even in worst crisis and stood by anyone in his crisis “ A great artiste.Greater human being greatest friend I know🙏🏽 left us so sudden so soon. 🙏🏽 pic.twitter.com/jxwE1uf77m
— Subhash Ghai (@SubhashGhai1) March 9, 2023
অভিনেতা রীতেশ দেশমুখ সোশ্যাল মিডিয়ায় লিখছেন, 'বিশ্বাস করতে পারছি না তুমি নেই। তোমার সেই প্রাণখোলা হাসি এখনও কানে বাজে। এত ভাল আর সৎ একজন সহ অভিনেতা হওয়ার জন্য ধন্যবাদ। একজন শিক্ষক হওয়ার জন্য ধন্যবাদ। তোমায় মিস করব। সবসময় তুমি আমাদের মনের মধ্যে বেঁচে থাকবে।'
Can’t believe you are gone. Your hearty laugh still rings in my ears. Thank you for being a kind and generous co actor, thank you for being a silent teacher. You will be missed, your legacy will live on in our hearts. #SatishKaushik ji #RestInPeace pic.twitter.com/JpZ6K2ETkr
— Riteish Deshmukh (@Riteishd) March 9, 2023
সতীশের অকালপ্রয়াণ অভিষেক বচ্চন লিখছেন, 'আমাদের সবার প্রিয় সতীশ কৌশিক জির প্রয়াণের খবর পেয়ে আমি অবাক, বাকরুদ্ধ। একজন সত্যিকরের ভদ্রলোক, সৎ মানুষ। সবসময় হাসিখুশি থাকতেন। বলিউড ইন্ডাস্ট্রির একটা একটা বড় ক্ষতি। শান্তিতে ঘুমান সতীশ আঙ্কল। আপনাকে বড্ড মনে পড়বে।'
Shocked to hear of the passing of our beloved Satish Kaushik ji. A most gentle, kind and loving person. Always happy and smiling. A huge loss to our industry. Rest in peace dearest Satish uncle. We will all miss you. 🙏🏽
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) March 9, 2023
অভিনেতা সুনীল শেট্টি লিখেছেন, 'আজ আমরা ইন্ডাস্টির একজন নিপুণ অভিনেতাকে হারিয়ে ফেললাম। যাঁরা তাঁকে চেনেন, জানেন, তাঁদের কাছে ওঁর স্মৃতি আশীর্বাদের মতোই। ওঁর পরিবারের জন্য সমবেদনা'
Today, we've lost one of the finest of the film industry. His memory will be a blessing to all those who knew and loved him. Heartfelt condolences to the family. #RestInPeace #SatishKaushik pic.twitter.com/3UWxP4cOb5
— Suniel Shetty (@SunielVShetty) March 9, 2023
সোশ্যাল মিডিয়ায় সতীশ কৌশিকের ছবি পোস্ট করে হংসল মেটা লিখেছেন, 'সতীশ চেয়েছিলেন, ওঁকে নিয়ে একটা ছবি হোক। 'ডেথ অফ ডিরেক্টর' আর ছবি হবে না কখনও। সতীশজি, আমার জীবনকে ভালবাসা, সততা আর শিল্প দিয়ে ভরিয়ে তোলার জন্য। আমার আগামী ছবিতে আপনার নামে একটা গাছ থাকবে।'
Satish ji. The film you wanted made for yourself ‘ Death of a Director’ is no longer a film. Thank you dearest Satishji for adorning my life with your warmth, generosity, goodness and talent. And yes in my next film there will be a tree called Satish. pic.twitter.com/8NDxIVRoBO
— Hansal Mehta (@mehtahansal) March 9, 2023
আরও পড়ুন: Dev Recovered: 'সুস্থ আছি, প্রার্থনার জন্য ধন্যবাদ', 'বাঘাযতীন'-এর শ্যুটিং ছেড়ে কলকাতায় ফিরলেন দেব
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)