Salman Khan: জল্পনার অবসান! সলমনের পাশে 'রহস্যময়ী' নারী কে? নিজেই পরিচয় করালেন
Do You Know: আপাতত সলমন অনুরাগীরা দিন গুনছেন তাঁর আগামী ছবি 'টাইগার থ্রি'র। অনেকে অভিনেতার গতকালের পোস্ট দেখে ভেবেছিলেন হয়তো এবার 'টাইগার ৩'-এর ট্রেলার প্রকাশ করবেন তিনি।
নয়াদিল্লি: ফের শিরোনামে বলিউডের (Bollywood Star) ভাইজান সলমন খান (Salman Khan)। এবং অবশ্যই তার মধ্যে রয়েছে অভিনেতার গতকাল করা একটি পোস্ট। ক্যামেরার দিকে মুখ করে দাঁড়িয়ে সলমন খান। তাঁর কাঁধে মাথা রেখে, ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে এক 'রহস্যময়ী নারী'। জানেন কে তিনি? প্রকাশ্যে এল আজ।
সলমন খানের পাশে 'রহস্যময়ী নারী' তাঁর ভাগ্নি আলিজেহ্
গতকালই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন ভাইজান। অভিনেতা দাঁড়িয়ে, তাঁর কাঁধে মাথা রেখে এক মহিলা। যদিও ক্যামেরার দিকে পিছন ফিরে ছিলেন তিনি। তুমুল জল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সকলেই আন্দাজ করতে থাকেন তাহলে কি 'বৌদি'র খোঁজ মিলল? এই জল্পনায় ঘি ঢালে অভিনেতার ক্যাপশনও। তিনি লেখেন, 'আই উইল অলওয়েজ হ্যাভ ইওর ব্যাক' অর্থাৎ আমি সবসময় তোমার পাশে থাকব। ছবির ওপরে লেখেন, 'আগামীকাল আমার হৃদয়ের ছোট্ট টুকরো ভাগ করে নেব আপনাদের সঙ্গে'। উত্তেজনা তৈরি হয়, সকলেই অপেক্ষা করতে থাকে আগামীকাল অর্থাৎ আজকের।
View this post on Instagram
যেমন কথা দিয়েছিলেন, তেমন কথা রাখলেনও। সোমবার প্রকাশ্যে আনলেন তাঁর পাশে দাঁড়ানো সেই রহস্যময়ী নারীকে। তিনি আর কেউ নন, সলমনের ভাগ্নি আলিজেহ্ অগ্নিহোত্রী (Alizeh Agnihotri)।
এদিন ইনস্টাগ্রামে আলিজেহর সঙ্গে আরও ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'জিনেই আছে ভালবাসা ও যত্ন... আমরা শুধু আমাদের মতো। আলিজেহ অগ্নিহোত্রী আমাদের নতুন মহিলাদের পোশাকের কালেকশন পরেছেন।'
View this post on Instagram
প্রথম ছবিতে দেখা যাচ্ছে মামা সলমন খানকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন আলিজেহ্। মামা-ভাগ্নি ট্যুইনিং করছেন ডেনিম পোশাকে। দ্বিতীয় ছবিতে আলিজেহ ও সলমনকে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে পোজ দিতে দেখা গেল। সেখানেও তাঁরা কালো শীত পোশাকে ট্যুইনিং করছেন।
আরও পড়ুন: Taapsee Pannu: 'শান্তভাবে বলছি, নয়তো...', পাপারাৎজিদের কাণ্ডে বিরক্ত তাপসী পন্নু, ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, আপাতত সলমন অনুরাগীরা দিন গুনছেন তাঁর আগামী ছবি 'টাইগার থ্রি'র। অনেকে অভিনেতার গতকালের পোস্ট দেখে ভেবেছিলেন হয়তো এবার 'টাইগার ৩'-এর ট্রেলার প্রকাশ করবেন তিনি। এই ছবিতে সলমনকে ফের জুটি বাঁধতে দেখা যাবে ক্যাটরিনা কাইফের সঙ্গে। ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। ইতিমধ্যেই সলমনের ক্যারেক্টার টিজার এসেছে প্রকাশ্যে। এই ছবিতে 'পাঠান' রূপে শাহরুখ খানের ক্যামিও থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। মণীশ শর্মা পরিচালিত এই ছবির চিত্রনাট্য নাকি খোদ আদিত্য চোপড়া লিখেছেন, খবর এমনই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন