Sunny Deol: রণবীর কপূর অভিনীত 'রামায়ণ'-এ হনুমানের চরিত্রে সানি দেওল? খবর সূত্রের
'Ramayana': বলিউডে এখন জোর গুঞ্জন। 'গদর ২'-এর প্রবল সাফল্যের পর এবার বজরংবলীর চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। খবর এমনই। এই চরিত্রের জন্য তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নির্মাতাদের, শোনা যাচ্ছে এমনই।
নয়াদিল্লি: মহাকাব্য 'রামায়ণ'-এর (Ramayana) নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari Adaptation) পরিচালিত সংস্করণে, কোন চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলেছে প্রচুর। ইতিমধ্যেই জানা গিয়েছে যে রণবীর কপূর (Ranbir Kapoor), সাই পল্লবী (Sai Pallavi) ও যশকে (Yash) দেখা যাবে যথাক্রমে রাম, সীতা ও রাবণের চরিত্রে। এবার সাম্প্রতিক খবর অনুযায়ী, ছবিতে হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে (Sunny Deol)। সদ্য প্রকাশিত এই খবর নিয়ে শুরু হয়েছে হইচই।
নীতেশ তিওয়ারির 'রামায়ণ' ছবিতে হনুমানের চরিত্রে সানি দেওল?
বলিউডে এখন জোর গুঞ্জন। 'গদর ২'-এর প্রবল সাফল্যের পর এবার বজরংবলীর চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। খবর এমনই। এই চরিত্রের জন্য তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নির্মাতাদের, শোনা যাচ্ছে এমনই।
ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'হনুমান শক্তির প্রতীক এবং ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সানি দেওল ছাড়া এই চরিত্রের প্রতি যথার্থ সুবিচার আর কেউ করতে পারবেন না। নীতেশ তিওয়ারির তৈরি 'রামায়ণ'-এর অংশ হওয়ার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন অভিনেতা এবং ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন তিনি। যদিও কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।'
সূত্রের আরও খবর, 'রামায়ণ তো ঈশ্বর হনুমানের জীবনের ক্ষুদ্র একটি অংশ, এবং এই গল্পের একাধিক দিক রয়েছে। নীতেশ চান সেই সবকিছু নিয়ে হনুমানকে নিয়ে আলাদা একটি ছবি তৈরি করতে। সবকিছু সঠিক পথে এগনো প্রয়োজন - শ্যুটিংয়ের তারিখ থেকে ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া কথা রাখা থেকে টাকাপয়সা।'
'রামায়ণ'-এর এই সংস্করণের সহ প্রযোজক হচ্ছেন নীতেশ, মধু মন্টেনা, নমিত মলহোত্র ও অল্লু অরবিন্দ। সূত্রের খবর, যে ট্রিলজি তাঁরা তৈরি করতে চেয়েছেন সেখানে সানি দেওলকে হনুমানের চরিত্রে দেখতে রাজি সকল প্রযোজকই। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর।
সম্প্রতি বক্স অফিসে ঝড় তুলেছিল অ্যাকশন-রোম্যান্স ঘরানার 'গদর: এক প্রেম কথা' ছবির দ্বিতীয় সংস্করণ 'গদর ২'। ২০০১ সালের ছবির সিক্যুয়েল ২০২৩ সালে মুক্তি পেলেও তা একই রকমের ভালবাসা পেয়েছে দর্শকের থেকে। 'রামায়ণ'-এর কথা এখনও নিশ্চিতভাবে ঘোষণা না করা হলেও শোনা যাচ্ছে এছাড়াও তাঁকে 'লাহৌর ১৯৪৭' ছবিতে দেখা যেতে পারে। 'লাহৌর ১৯৪৭' ছবির হাত ধরে ফের একসঙ্গে কাজ করবেন আমির খান ও সন্তোষী, তাঁদের কালজয়ী ছবি 'আন্দাজ অপনা অপনা'র পর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial