'Kuttey': অর্জুন কপূর-তব্বু অভিনীত থ্রিলার 'কুত্তে'র মুক্তির তারিখ প্রকাশ্যে
Release Date: থ্রিলার ঘরানার এই ছবির হাত ধরে পরিচালনায় পা রাখছেন বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) ছেলে আসমান ভরদ্বাজ (Aasmaan Bhardwaj)। বিশাল ভরদ্বাজের সঙ্গে তিনি চিত্রনাট্যও লিখেছেন।
নয়াদিল্লি: ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছিল উত্তেজনা। ছবির নাম 'কুত্তে' ('Kuttey')। বলিউডের একগুচ্ছ চেনা মুখ নিয়ে ছবির কাজ শুরু হয়। এবার জানা গেল ছবি মুক্তির তারিখ। প্রেক্ষাগৃহে কবে দেখা যাবে এই ছবি?
কবে মুক্তি পাচ্ছে 'কুত্তে'?
অর্জুন কপূর (Arjun Kapoor), তব্বু (Tabu), নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah), কঙ্কনা সেন শর্মা (Konkona Sen Sharma) প্রমুখকে একসঙ্গে দেখা যাবে 'কুত্তে' ছবিতে। 'লাভ ফিল্মস' ও 'বিশাল ভরদ্বাজ ফিল্মস'-এর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি ২০২৩ সালের ১৩ জানুয়ারি।
এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন অর্জুন কপূর। তিনি ক্যাপশনে লেখেন, 'নতুন বছরের সূচনা করুন কুত্তের সঙ্গে। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৩ জানুয়ারি, ২০২৩।' প্রেক্ষাগৃহে ১৩ জানুয়ারি, ২০২৩ মুক্তি পাচ্ছে 'কুত্তে'। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অর্জুন কপূর, তব্বু, নাসিরউদ্দিন শাহ, কঙ্কনা সেন শর্মা, কুমুদ মিশ্র, রাধিকা মদন ও শার্দুল ভরদ্বাজকে। ছবির পরিচালনায় আসমান ভরদ্বাজ। নিবেদনে গুলশন কুমার ও ভূষণ কুমারের 'টি সিরিজ', প্রযোজনায় লভ রঞ্জন, বিশাল ভরদ্বাজ, অঙ্কুর গর্গ, রেখা ভরদ্বাজ।
View this post on Instagram
থ্রিলার ঘরানার এই ছবির হাত ধরে পরিচালনায় পা রাখছেন বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) ছেলে আসমান ভরদ্বাজ (Aasmaan Bhardwaj)। বিশাল ভরদ্বাজের সঙ্গে তিনি চিত্রনাট্যও লিখেছেন। ছবির সঙ্গীত পরিচালনাও বিশাল ভরদ্বাজের। গান লিখেছেন গুলজার।
আরও পড়ুন: Alia Bhatt: মেয়ের নাম কী হবে নিজেই জানিয়েছিলেন আলিয়া! ভাইরাল ভিডিও
View this post on Instagram