RRR Ticket Price: ২১০০ টাকায় বিক্রি হচ্ছে 'আর আর আর' ছবির টিকিট, খবর সূত্রের
RRR Ticket Price: গত কয়েক বছর ধরে একাধিকবার এই ছবির মুক্তির তারিখ বদলেছে। বিশেষত করোনার কারণে। অবশেষে ২৫ মার্চ মুক্তি পেল 'আর আর আর'।
নয়াদিল্লি: শুক্রবার, ২৫ মার্চ মুক্তি পেল এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত ছবি 'আর আর আর' (RRR)। ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর (NTR Jr), রাম চরণ (Ram Charan)। সেই সঙ্গে রয়েছেন বলিউডের দুই তারকা আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অজয় দেবগণ (Ajay Devgn)।
আকাশছোঁয়া টিকিটের দাম
বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, জানা যাচ্ছে যে দিল্লিতে বেশ কিছু জায়গায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২১০০ টাকাতেও। টিকিটের এত দামের জন্য এই ছবির বিশাল বাজেটকে অনায়াসেই দায়ী করা যায়। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইটারে ছবিটির রিভিউ শেয়ার করেছেন। তিনি এই ছবিকে এক শব্দে 'দুর্দান্ত' বলেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিক রণবীর কপূরের সঙ্গে মুম্বই ফিরেছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁরা বারাণসীতে 'ব্রহ্মাস্ত্র'-এর শ্যুটিং করছিলেন।
আরও পড়ুন: Bollywood Update: শ্যুটিং শুরু তিন তারকা সন্তানের, সেট থেকে ভাইরাল সুহানা-খুশি-অগস্ত্যার ছবি
কলকাতায় প্রচার
গত কয়েক বছর ধরে একাধিকবার এই ছবির মুক্তির তারিখ বদলেছে। বিশেষত করোনার কারণে। অবশেষে ২৫ মার্চ মুক্তি পেল 'আর আর আর'। ছবির প্রচারে কলকাতায় হাজির হয়েছিলেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর ও রাম চরণ।
ছবির প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিন তারকা। পরিচালকের অন্যতম জনপ্রিয় ছবি 'বাহুবলী'। তাঁর কথায়, 'বাহুবলী ছবিটা একটা চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে দর্শকদের আশা বেড়ে গেছে। ফলে এই ছবির জন্য সেটা একটা চ্যালেঞ্জ।' গোটা ছবি জুড়ে রয়েছে অ্যাকশন দৃশ্য, যা রাজামৌলির পরিচালনার অন্যতম আকর্ষণ।
এই ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি যোগসূত্র দেখতে পাওয়া যাবে। সেই যোগসূত্রের কথা মাথায় রেখেই কলকাতাতেও প্রচারে হাজির হয়েছিলেন তাঁরা। 'বাহুবলী' ফ্র্যাঞ্চাইজির অসামান্য সাফল্যের পর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে পরিচালক নিজেও প্রচণ্ড উত্তেজিত ছিলেন।