Brahmastra: 'ব্রহ্মাস্ত্র' মুক্তির ২৫ দিন সম্পূর্ণ, বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকার ব্যবসা ছবির
Brahmastra Box Office Collection: ছবি মুক্তির ২৫ দিন হয়ে গেছে এবং এ পর্যন্ত 'ব্রহ্মাস্ত্র'র রেকর্ড ব্যবসার অঙ্ক শেয়ার করেন পরিচালক এদিন।
নয়াদিল্লি: ৯ সেপ্টেম্বরে মুক্তির পর থেকে বক্স অফিসে রাজত্ব করছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত, আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। এবার পরিচালক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করলেন যে আয়ের বিচারে 'ব্রহ্মাস্ত্র' এই বছরের বিশ্বসেরা হিন্দি ছবির মধ্যে প্রথম নম্বরে স্থান করে নিয়েছে। ছবি মুক্তির ২৫ দিন হয়ে গেছে এবং এ পর্যন্ত 'ব্রহ্মাস্ত্র'র রেকর্ড ব্যবসার অঙ্ক শেয়ার করেন পরিচালক এদিন। অয়ন মুখোপাধ্যায়ের পোস্ট অনুযায়ী, 'ব্রহ্মাস্ত্র' এখনও পর্যন্ত ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছে।
বিশ্বজুড়ে ২০২২ সালের 'সেরা' হিন্দি ছবি
একাধিক ছুটির দিন, একের পর এক উৎসব আর কমে যাওয়া টিকিটের দাম, সব মিলিয়ে 'ব্রহ্মাস্ত্র'ই বেশিরভাগ দর্শকের জন্য হলে দেখার প্রথম পছন্দ হয়ে ওঠে। পূর্ব পরিকল্পিত তিন পর্বের 'অস্ত্রভার্স' সিরিজের প্রথম ছবি এটি, 'পার্ট ওয়ান: শিবা'। বিদেশের 'মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স'-এর মতো এক ব্রহ্মাণ্ডের গল্প বলবে এই 'অস্ত্রভার্স' যেখানে মূল বিষয়বস্তু 'অস্ত্র'।
'ব্রহ্মাস্ত্র'-এর প্রথম ছবিতেই প্রায় ৮ থেকে ৯টি অস্ত্রের সূচনা করা হয়েছে। প্রথম ছবির শেষে বাকি গুরুত্বপূর্ণ অস্ত্রের বিস্তারিত বিশ্লেষণ ও নেপথ্য গল্পের অপেক্ষায় এখন দর্শক। দ্বিতীয় পর্বের নাম 'পার্ট টু: দেব'। প্রথম ছবির শেষেই সেই নাম ঘোষণা করা হয়।
View this post on Instagram
বহু বিতর্ক তৈরি হলেও 'ব্রহ্মাস্ত্র' ছবির বক্স অফিস কালেকশনের অঙ্ক শেয়ার করে অয়ন লেখেন, '২০২২ সালের ১ নং বিশ্বজনীন হিন্দি ছবি! ধন্যবাদ!!! শুভ নবমী, সকলকে!!! কৃতজ্ঞতা।'
স্টার স্টুডিওজ ও ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় এই ম্যাগনাম ওপাস ছবি ২ডি ও ৩ডি-তে প্রেক্ষাগৃহে মোট ৫ ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়।