Brahmastra: নয়া রেকর্ড! প্রথমদিন বক্স অফিসে কত টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র'?
Brahmastra Box Office Collection: সকলের নজর ছিল, প্রথম দিন কত টাকার ব্যবসা করে 'ব্রহ্মাস্ত্র', তা দেখার। অবশেষে সেই রিপোর্ট এসেছে।
![Brahmastra: নয়া রেকর্ড! প্রথমদিন বক্স অফিসে কত টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র'? 'Brahmastra' Day 1 Box Office Collection: Ranbir-Alia Starrer Is Highest Non-Holiday Hindi Opening Film, know in details Brahmastra: নয়া রেকর্ড! প্রথমদিন বক্স অফিসে কত টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/10/2630d99060459b4ab534686d02d69d7e1662805312576214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বলিউড ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। বিশাল মাপের প্রচার, মাল্টিস্টারার এই ছবিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল নির্মাতাদের। অনুরাগীদের প্রতিক্রিয়াও চোখে পড়ছিল নেট দুনিয়ায়। নেটিজেনদের একাংশ বয়কট ডাক দেওয়ার পরও প্রথমদিন এবং প্রথম সপ্তাহান্তে উল্লেখযোগ্য টিকিট অগ্রিম বুকিং হয়েছিল। তাই বক্স অফিস কালেকশনে যে একটা ঝড় উঠতে চলেছে, তার একটা আভাস পাওয়া যাচ্ছিল। সকলের নজর ছিল, প্রথম দিন কত টাকার ব্যবসা করে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra Bos Office Collection), তা দেখার। অবশেষে সেই রিপোর্ট এসেছে।
'ব্রহ্মাস্ত্র'র প্রথম দিনের বক্স অফিস কালেকশন-
২০১৮ সালে বক্স অফিস কালেকশনে রেকর্ড গড়েছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি 'সঞ্জু' প্রথম দিন ব্যবসা করেছিল ৩৪.৭৫ কোটি টাকার। আর 'ব্রহ্মাস্ত্র' সেই রেকর্ড ভেঙে দিয়েছে। বক্স অফিস ইন্ডিয়া ডট কমের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রণবীর কপূর, আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবি প্রথম দিন ব্যবসা করেছে ৩৫ থেকে ৩৬ কোটি টাকার মতো। শুধু নিজের রেকর্ডই ভাঙলেন না রণবীর কপূর। তার সঙ্গে ভারতীয় ছবির ইতিহাসে নতুন রেকর্ড গড়লেনও। কোনও উৎসবের মরসুম ছাড়া মুক্তি পাওয়া ছবিগুলির মধ্য়ে সবথেকে বেশি টাকার ব্যবসা করেছে 'ব্রহ্মাস্ত্র'। এই জায়গা এতদিন ধরে রেখেছিল 'বাহুবলী ২'।
আরও পড়ুন - Akshay Kumar Birthday: ওয়েটার থেকে সুপারস্টার, অক্ষয় কুমারের সম্পর্কে চমকে দেওয়া কিছু তথ্য
প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' দেখার পর এক নেটনাগরিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখছেন, 'অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র' ভারতীয় ছবিতে ল্যান্ডমার্ক তৈরি করতে পারে। এতে থাকা ভিএফএক্সের মাধ্যমে আপনাকে অন্য একটা জগতে যাবে। চমকদার ক্লাইম্যাক্সের সঙ্গে অসাধারণ প্লট।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা। আলিয়ার সঙ্গে রণবীর শো স্টিলার। ছবিতে একের পর এক টুইস্ট রয়েছে। সবথেকে সেরা হলেন অমিতাভ জি। ওঁর চরিত্রটা সবাইকে ছাপিয়ে গিয়েছে। দ্বিতীয় ভাগের জন্য এখন অপেক্ষা করে রয়েছি।' কেউ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'সমস্ত অভিনেতাদের সঠিকভাবে কাজে লাগিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। নাগার্জুনের চরিত্র দারুণ লাগল। তারকায় ভরা এই ছবি দেখতে ভালো লাগে। তার সঙ্গে অসাধারণ ভিএফএক্সের ব্যবহার।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)