![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Brahmastra Trailer: 'ব্রহ্মাস্ত্র' ছবির ট্রেলারে ত্রিশূল হাতে রহস্যময় ব্যক্তি কি শাহরুখ খান? উত্তাল ট্যুইটার
Brahmastra Trailer Out: জল্পনায় ছেয়ে গেছে গোটা ট্যুইট দুনিয়া। অনুরাগীরা ট্রেলারের অংশ বিশেষ পোস্ট করে তেমনই দাবি করছেন। কেউ কেউ বলছেন শাহরুখ খানকে 'বায়ু'র চরিত্রে দেখা যাবে।
![Brahmastra Trailer: 'ব্রহ্মাস্ত্র' ছবির ট্রেলারে ত্রিশূল হাতে রহস্যময় ব্যক্তি কি শাহরুখ খান? উত্তাল ট্যুইটার Brahmastra trailer: Fans are confused if mystery man holding 'trishul' is Shah Rukh Khan, know details Brahmastra Trailer: 'ব্রহ্মাস্ত্র' ছবির ট্রেলারে ত্রিশূল হাতে রহস্যময় ব্যক্তি কি শাহরুখ খান? উত্তাল ট্যুইটার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/15/40b884f1dd397baf6ba8f07160e24c22_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) একসঙ্গে প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর (Brahmastra: Part One) প্রথম লুক প্রকাশ্যে আসার আগে থেকেই ছবি নিয়ে উত্তেজনা ছিল চরমে। তার ওপর আজ মুক্তি পেল এই ছবির ট্রেলার। মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইউটিউবে ট্রেন্ডিং। ছবির ভিএফএক্সের ভূয়সী প্রশংসার পাশাপাশি তৈরি হয়েছে আরও এক জল্পনা।
'ব্রহ্মাস্ত্র' ছবিতে শাহরুখ খান?
ছবির ট্রেলার মুক্তির পর থেকেই কিং খান অনুরাগীদের বক্তব্য তাঁরা ট্রেলারে এক ঝলক শাহরুখ খানের (Shah Rukh Khan) দেখা পেয়েছেন।
ট্রেলারে অনুরাগীদের 'অস্ত্রাভার্স'-এর সফর করিয়েছেন অয়ন মুখোপাধ্যায়। নবদম্পতি রণবীর ও আলিয়ার অনস্ক্রিন রসায়ন দেখেও উচ্ছ্বসিত ফ্যানেরা।
চোখ ধাঁধানো ট্রেলারের সঙ্গে শাহরুখ অনুরাগীদের বক্তব্য এই ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন স্বয়ং কিং খান। যে বিশালাকার মানুষকে ত্রিশূল হাতে দেখা গেছে ট্রেলার বা টিজারে, যার মুখ প্রকাশ্যে আনা হয়নি, সেই 'মিস্ট্রি ম্যান'ই শাহরুখ খান নাকি। উল্লেখ্য, শোনা গিয়েছিল এই ছবিতে ক্যামিও চরিত্রে থাকবেন শাহরুখ খান।
তাহলে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে রয়েছেন শাহরুখ খান? এই জল্পনায় ছেয়ে গেছে গোটা ট্যুইট দুনিয়া। অনুরাগীরা ট্রেলারের অংশ বিশেষ পোস্ট করে তেমনই দাবি করছেন। কেউ কেউ বলছেন তাঁকে 'বায়ু'র চরিত্রে দেখা যাবে।
SRK as Vayu 💥💥
— Sanaullah._.srkian (@Lucifer_srk_07) June 15, 2022
Father of Hanuman
#BrahmastraTrailer pic.twitter.com/K8zAWn2iz2
Shah Rukh Khan🔥#BrahmastraTrailer pic.twitter.com/GdckQ16y5h
— srkxsoul (@srkxsoul) June 15, 2022
is he King SRK? 😯 #Brahmastra #BrahmastraTrailer #RanbirKapoor pic.twitter.com/NXENG5ZUBe
— SaNJana Thakur💓 (@SanjanaVK_18) June 15, 2022
'ব্রহ্মাস্ত্র' ট্রেলার
এই ছবিটি ভারতের নিজস্ব এবং এই ছবিতে গোটা ভারতের একাধিক বড় তারকা একত্রে কাজ করেছেন। ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি মোট পাঁচ ভাষায়, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়। অমিতাভ বচ্চন, রণবীর কপূর, আলিয়া ভট্ট, মৌনি রায়, নাগার্জুন আক্কিনেনি রয়েছেন এই ছবিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)