Dipika Kakar: ১৪ ঘণ্টা অস্ত্রোপচার, এখন কেমন আছেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর?
Dipika Kakar Health Update: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের স্টেজ ২ লিভার ক্যান্সার ধরা পড়েছিল।

কলকাতা: ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar)। সোশ্যাল মিডিয়ায় প্রথম দীপিকার স্বামী জানিয়েছিলেন, অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির কথা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের স্টেজ ২ লিভার ক্যান্সার ধরা পড়েছিল। সম্প্রতি অভিনেত্রীর ১৪ ঘণ্টা ধরে একটি অস্ত্রোপচার হয়েছে, যার কারণে তিনি তিন দিন আইসিইউ-তে ছিলেন। দীপিকা কক্করের স্বামী শোয়েব ইব্রাহিম প্রথমে অভিনেত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানাতে গিয়ে বলেন যে দীপিকা আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন। এরপর, দীপিকা নিজেই একটি ব্লগের মাধ্যমে তাঁর শারীরিক পরিস্থিতির জানিয়েছেন।
শোয়েব ইব্রাহিম তাঁর ইউটিউব চ্যানেলে হাসপাতাল থেকে একটি নতুন ব্লগ শেয়ার করেছেন। প্রথমে, তিনি দীপিকা কক্করের স্বাস্থ্য সম্পর্কে কথা বলেন। তিনি জানান যে অভিনেত্রী এখন সাধারণ খাবার খাচ্ছেন এবং তাঁর শরীর এখন অনেক ভাল। এরপর শোয়েব দীপিকাকে দেখান, এবং অভিনেত্রী তাঁর অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাঁদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানান।

কী বললেন দীপিকা?
দীপিকা কক্কর বলেন- 'আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে কথা বলব, তবে এই মুহূর্তে শুধু এটুকুই বলব যে আপনারা অনেক প্রার্থবা করেছেন। তার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। হাসপাতালের স্টাফ, সিস্টাররা এসে বলছেন, "ম্যাডাম, আপনি ভাল হয়ে যাবেন, আপনি ভাল হয়ে যাবেন।" অন্যান্য রোগীদের আত্মীয়-স্বজন, যাঁরা এখানে ছিলেন, তাঁরাও বলছেন, "আমরা আপনার জন্য প্রার্থনা করছি। আপনিও ভাল হয়ে যাবেন।" তাঁদের নিজেদের কারও মেয়ে, কারও বাবা আছেন। তাঁরাও আমার জন্য প্রার্থনা করছেন।'

এখন কেমন আছেন দীপিকা পাডুকোন?
দীপিকা আরও বলেন- 'এই সমস্ত জিনিস অনেক গুরুত্বপূর্ণ, তাই তার জন্য মন থেকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি এখন অনেকটা সুস্থ অনুভব করছি। খুব ভাল ভাবে সেরে উঠছি। এর মধ্যে কাশি হয়েছিল। যেমনটা শোয়েব বলেছিলেন, তখন পরিস্থিতি খুব হয়ে গিয়েছিল। কারণ এই অংশে সেলাই করা হয়েছে, তাই খুব চাপ পড়ছিল। তবে এখন অনেক ভাল আছি এবং বাকিটা ধীরে ধীরে কথা বলব।'
'শ্বশুরাল সিমর কা' ধারাবাহিকের হাত ধরে প্রচারের আলোয় আসেন দীপিকা। যদিও এর আগে তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন নিয়ে হামেশাই চর্চায় ছিলেন দীপিকা। অনেকেই জানেন, তিনি প্রথম থেকেই অভিনয় করতেন। কিন্তু অনেকেই জানেন না, দিপীকা প্রথম জীবনে অভিনেত্রী ছিলেন না। প্রথম জীবনে দীপিকা ছিলেন বিমান সেবিকা। ৩ বছর তিনি বিমান সেবিকা হিসেবে কাজ করেছেন। সেই সময় থেকেই মুম্বইতে বসবাস করতেন তিনি। বিমানে কাজ করতে করতেই তাঁর আলাপ রৌনক স্যামসনের সঙ্গে। রৌনক পেশায় পাইলট। বিমানে কাজ করতে করতেই দীপিকার সঙ্গে রৌনকের প্রেম, তারপরে বিয়ে। কিন্তু রৌনক আর দীপিকার বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। তাঁদের এক কন্যাসন্তানও ছিল। বিয়ের ৪ বছরের মধ্যেই রৌনকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দীপিকার। এরপরেই দীপিকা পা রাখেন অভিনয়ে। তিনি প্রথম যে ধারাবাহিকে কাজ করেছিলেন, সেই ধারাবাহিকের নাম ছিল, 'নীল ভরে তেরে নেয়না দেবী'। এই শো-তে, ছোট চরিত্রের হাত ধরে প্রথম পর্দায় পা রাখেন দীপিকা। এরপরে তিনি সুযোগ পান, 'আগলে জনম মুঝে বিটিয়া হি কিজো' ধারাবাহিকে। এই ধারাবাহিকে রেখার চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে।






















