Cannes Film Festival: মায়ের স্কার্ফ জড়িয়ে 'কান'-এ প্রতীক বব্বর, প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের 'মন্থন' ছবির প্রদর্শনীতে ছেলে
Prateik Babbar: 'মন্থন' ছবির যে সংরক্ষিত শ্যুটিং নেগেটিভ সেই থেকেই পুনরায় প্রদর্শিত হয়েছে এই ছবি। অভিনয়ে ছিলেন স্মিতা পাতিল। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল 'মন্থন'। হাজির ছিলেন ছেলে প্রতীক।
নয়াদিল্লি: অত্যন্ত গর্বের সঙ্গে মাকে সঙ্গে নিয়ে কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটে (Red Carpet) হাঁটলেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর (Prateik Babbar)। প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলকে (Smita Patil) নিজের সঙ্গে জড়িয়ে রাখলেন ছেলে প্রতীক। এই বছরের চলচ্চিত্র উৎসবে ১৯৭৬ সালের শ্যাম বেনেগল পরিচালিত 'মন্থন' (Manthan) ছবি আবারও দেখানো হয়েছে। সেই উপলক্ষ্যেই ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন 'মন্থন' অভিনেত্রীর ছেলে।
প্রয়াত মায়ের ছবির পুনঃপ্রদর্শন কান উৎসবে, হাজির প্রতীক
প্রতীক বব্বরের কথায়, 'এই সফর এবার আমার সবচেয়ে দামী মুহূর্তগুলোর অন্যতম। ওঁর মৃত্যুর ৩৭ বছর পর এই ঘটনা ঘটছে, এবং এটি তাঁর উত্তরাধিকারের সবচেয়ে প্রতীকী এবং আইকনিক উদযাপনের অন্যতম হয়ে থাকবে।'
'মন্থন' ছবির যে সংরক্ষিত শ্যুটিং নেগেটিভ সেই থেকেই পুনরায় প্রদর্শিত হয়েছে এই ছবি। অভিনয়ে ছিলেন স্মিতা পাতিল। আবারও মুক্তি পাবে এই ছবি। তার আগে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল 'মন্থন'। এদিন মায়ের ছবির প্রদর্শনী উপলক্ষ্যে আইকনিক লাল গালিচায় হাঁটলেন অভিনেতা প্রতীক বব্বর। তাঁর লুকে বিশেষভাবে স্থান পেলেন প্রয়াত অভিনেত্রী। গলায় জড়িয়ে রাখলেন মায়ের ব্যবহৃত স্কার্ফ। এই বিষয়ে আবেগঘন প্রতীক বলেন, 'মা সবসময়ে আমার সঙ্গে ও পাশেই রয়েছেন। ওঁর সন্তান হওয়ার খাতিরে, এই বিশেষ অধিকার আমার রয়েছে। যখনই আমি চাই মা আমাকে ছুঁতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। আমার কাস্টম পোশাকে ওঁর স্কার্ফ রাখা ছিল বিশেষ সংযোজন। ওঁর প্রতি এটা আমার বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন ছিল।'
View this post on Instagram
অভিনেতা আরও বলেন, 'আমার কাবার্ডে ওঁর একাধিক স্কার্ফ আমি সংরক্ষণ করে রেখেছি। মায়ের এই বিশেষ দিনে ওঁর নিজের কিছু জিনিস সঙ্গে রাখার কথা মনে হয় আমার। আমার টাক্সেডো ফিটিংয়ের সময় আমার স্টাইলিস্ট ও আমি সিদ্ধান্ত নিই মায়ের প্রতি শ্রদ্ধা হিসেবে একটা স্কার্ফ সঙ্গে রাখার। এই স্কার্ফটা গোটা লুকটা সম্পূর্ণ করছে এবং এই অনুষ্ঠানের ক্ষেত্রে সঠিক আবেগঘন ছোঁয়া এনে দেয়। আমি খুশি যে মানুষ এটা পছন্দ করেছেন কারণ এটা আমার মায়ের জিনিস।'
ছবি: উইকিপিডিয়া
আরও পড়ুন: Fahadh Faasil: ৪১ বছর বয়সে ADHD-এ আক্রান্ত দক্ষিণী অভিনেতা, এই রোগ আসলে কী?
'মন্থন' ছবির স্ক্রিনিং প্রসঙ্গে অভিনেতা বলেন, 'একটা জিনিস মানুষজন মায়ের সম্পর্কে যেটা প্রায়ই বলে থাকেন যে মা যেভাবে কোনও চরিত্রের অন্দরে প্রবেশ করতে পারতেন, অন্য কেউ পারতেন না। ভারতীয় সিনেমার ইতিহাসে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী।' স্মিতা পাতিলের এই ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন শাহও, 'মন্থন' ছবির অন্যতম অভিনেতা। প্রতীক জানান ছবির প্রদর্শনীর শেষে সকলে উঠে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে প্রশংসার করতালি বর্ষণ করেন এবং সেই দেখে রীতিমতো আবেগঘন হয়ে চোখের জলে ভাসেন নাসিরউদ্দিন শাহ।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।