Fahadh Faasil: ৪১ বছর বয়সে ADHD-এ আক্রান্ত দক্ষিণী অভিনেতা, এই রোগ আসলে কী?
Fahadh Faasil News: সদ্য পিস ভ্যালি স্কুলের উদ্বোধন করতে গিয়েছিলেন দক্ষিণী অভিনেতা ফাহাদ ফাসিল। আর সেখানেই তিনি নিজের মানসিক এই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।
কলকাতা: অনেক সময় কথা কথায়, কারও সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা বলেই থাকি, 'ও একটু অ্যাটেনশন চায়'। অর্থাৎ, উক্ত ব্যক্তি চান, তিনি আলোচনায় বা নজরে থাকুন। সাধারণত এই প্রবণতা দেখা যায় শিশুদের মধ্যে। বাড়িতে কোনও শিশু থাকলে সে চায়, সবসময়ে তাকে নিয়েই মেতে থাকুক বাড়ির সবাই। আর সেই খুদের দিন থেকে নজর সরলেই, সে বিভিন্নরকম কান্ড ঘটিয়ে বটে। শিশুদের ক্ষেত্রে এই প্রবণতা স্বাভাবিক হলেও, বড়দের মধ্যে তা একেবারেই স্বাভাবিক নয়। শুধু স্বাভাবিক নয় বললে এই বিষয়টাকে কম গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেকটা সময়ে গুরুত্ব চাওয়া বড়দের ক্ষেত্রে একটি বিশেষ মানসিক পরিস্থিতি যার নাম Attention-deficit/hyperactivity disorder বা ADHD। বিশেষ এই মানসিক পরিস্থিতি নিয়ে সদ্য মুখ খুলেছেন দক্ষিণী অভিনেতা ফাহাদ ফাসিল (Fahadh Faasil)।
কী বলেছেন তিনি? সদ্য পিস ভ্যালি স্কুলের উদ্বোধন করতে গিয়েছিলেন দক্ষিণী অভিনেতা ফাহাদ ফাসিল। আর সেখানেই তিনি নিজের মানসিক এই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। ফাহাদ ফাসিল বলেছেন, ৪১ বছর বয়সে তিনি প্রথম বুঝতে পারেন তাঁর ক্লিনিকালি অ্যাটেনসন ডেফিসিট হাইপারয়্যাক্টিভিটি ডিজ়ওয়ার্ড রয়েছে। সেই সময়ে তিনি চিকিৎসককে প্রশ্ন করেছিলেন, ৪১ বছর বয়সে এই রোগ নিরাময় সম্ভব কি না। চিকিৎসক জানিয়েছিলেন, অল্পবয়সে এই রোগ ধরা পড়তে তার নিরাময় সম্ভব। ব্যাঙ্গালোর ডেজ় (Bangalore Days) বা কুম্বালাঙ্গি নাইটস (Kumbalangi Nights)-এর মতো ছবির জন্য ইতিমধ্যেই বেশ জনপ্রিয় এই ফাহাদ ফাসিল।
প্রসঙ্গত, ফাহাদ মুখ খোলার পরেই, চর্চায় উঠে এসেছে এই ডিজ়অর্ডার বা মানসিক সমস্যার কথা। সাধারণ মানুষের কাছে এই সমস্যা স্বাভাবিক মনে হলেও, একটা বয়সের পরে তা একেবারেই স্বাভাবিক নয়। বাচ্চাদের মধ্যে এই প্রবণতা থাকলেও, বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা নিজে থেকেই চলে যায়। অনেকসময় ক্লিনিকাল Attention-deficit/hyperactivity disorder হলে চিকিৎসকের সাহায্য নেওয়ারও প্রয়োজন হতে পারে।
View this post on Instagram
আরও পড়ুন: Anant-Radhika Wedding: ইতালিতে দ্বিতীয় প্রি-ওয়েডিং অনন্ত-রাধিকার, হাজির হবেন কে কে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।